এআই চালিত ব্রাউজার আনছে ওপেনএআই, গুগল ক্রোমকে চ্যালেঞ্জ

তথ্য প্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ০৯:১৫ এএম


ওপেনএআই
ছবি: কৃত্রিম বুুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা ছবি

চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এবার নিয়ে আসছে একটি সম্পূর্ণ নতুন এআই-সক্ষম ওয়েব ব্রাউজার। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই ব্রাউজার দিয়ে গুগলের জনপ্রিয় ক্রোম ব্রাউজারকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে চায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

জানা গেছে, আসন্ন কয়েক সপ্তাহের মধ্যেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে ওপেনএআই-এর এই ব্রাউজার। লক্ষ্য একটাই—ব্যবহারকারীদের ওয়েব ব্রাউজিংয়ের অভিজ্ঞতায় মৌলিক পরিবর্তন আনা। ওপেনএআই চায়, শুধু ওয়েব কনটেন্ট সার্চ নয়; সেই কনটেন্টের ব্যাখ্যা, প্রাসঙ্গিক তথ্য, এমনকি বিশ্লেষণও যেন ব্যবহারকারীরা এক জায়গায় পেতে পারেন—সেটিও যেন হয় একটি চ্যাট ইন্টারফেসের মধ্যেই।

এআই-চালিত এই ব্রাউজারে চ্যাটজিপিটি’র মতো একটি অন্তর্নির্মিত এআই ইন্টারফেস থাকবে, যা ব্যবহারকারীদের সার্চ এবং ব্রাউজিং প্রক্রিয়াকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। অর্থাৎ, ব্যবহারকারীদের আর আলাদা করে বিভিন্ন লিঙ্কে ক্লিক করে তথ্য খুঁজতে হবে না—একটি কথোপকথনের মধ্য দিয়েই পেয়ে যাবেন প্রয়োজনীয় সব তথ্য।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, ওপেনএআই-এর এই পদক্ষেপ প্রযুক্তি জগতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি একদিকে যেমন গুগলের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে, অন্যদিকে ব্যবহারকারীদের তথ্য ব্যবহারে আরও সরাসরি নিয়ন্ত্রণ চাইছে ওপেনএআই।

উল্লেখ্য, ২০২৪ সাল থেকেই ওপেনএআই একটি নিজস্ব ব্রাউজার তৈরির পরিকল্পনা করছিল। পারপ্লেক্সিটি ব্রাউজারের মতো, ওপেনএআইও এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাইছে, যেখানে সার্চের ভবিষ্যৎ কেবল লিঙ্কভিত্তিক নয় বরং কনভারসেশন বা কথোপকথনভিত্তিক হবে।

ওপেনএআই-এর এই উদ্যোগ বাস্তবায়িত হলে, এটি শুধু ব্রাউজিংয়ের ধরন পাল্টে দেবে না, বরং ওয়েব ব্যবহারকারীদের তথ্য ব্যবহারের ধারণাও আমূল বদলে দিতে পারে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission