হারিয়ে যাওয়া স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ বার্তা, ছবি ও ভিডিও উদ্ধারের সহজ উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ০৬:২৮ পিএম


হোয়াটসঅ্যাপ
ছবি: কৃত্রিম বুুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা ছবি

বর্তমানে ব্যক্তিগত, পারিবারিক কিংবা পেশাগত যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। এই অ্যাপে জমা থাকে বার্তা, ছবি, ভিডিওসহ নানা গুরুত্বপূর্ণ নথিপত্র। ফলে স্মার্টফোন হারিয়ে গেলে হোয়াটসঅ্যাপে থাকা তথ্য নিয়েও তৈরি হয় উদ্বেগ।

বিজ্ঞাপন

তবে সুখবর হচ্ছে, হোয়াটসঅ্যাপের সকল তথ্য যদি আগেভাগে গুগল ড্রাইভে ব্যাকআপ করা থাকে, তাহলে হারিয়ে যাওয়া ফোন থেকে সহজেই সেই তথ্য পুনরুদ্ধার করা সম্ভব।

কীভাবে উদ্ধার করবেন হোয়াটসঅ্যাপের তথ্য:

বিজ্ঞাপন

গুগল ড্রাইভে ব্যাকআপ সুবিধা চালু আছে কিনা যাচাই করুন:

. অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ চালু করার জন্য প্রয়োজন একটি সক্রিয় গুগল অ্যাকাউন্ট।

. ফোনে থাকা Google One অ্যাপ চালু করে স্টোরেজ বিভাগে যান।

বিজ্ঞাপন

. সেখানে ‘Others’ বিভাগে প্রবেশ করে দেখতে হবে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ সুবিধা চালু আছে কি না।

বিজ্ঞাপন

. যদি না থাকে, তবে সেটি চালু করে দিন।

. নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে সাইন ইন করুন: নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করার পর আপনার আগের মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন ইন করুন।

. রিস্টোর অপশনে ট্যাপ করুন: আগের ফোনে যদি ব্যাকআপ চালু থাকে, তবে সাইন ইন করার পর স্বয়ংক্রিয়ভাবে ‘Restore’ অপশন দেখাবে। সেখানে ট্যাপ করলেই গুগল ড্রাইভে সংরক্ষিত সব বার্তা, ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে পুনরুদ্ধার হয়ে যাবে।

আরও পড়ুন

এভাবে খুব সহজেই হারিয়ে যাওয়া স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ বার্তা ও অন্যান্য তথ্য ফেরত পাওয়া সম্ভব।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission