হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, গ্রুপে না ঢুকেও দেখা যাবে কে টাইপ করছেন

তথ্য প্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ০৫:৪১ পিএম


হোয়াটসঅ্যাপ
ছবি: কৃত্রিম বুুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা ছবি

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন এক ফিচার, যা বদলে দিতে পারে গ্রুপ চ্যাট ব্যবহারের অভিজ্ঞতা। গ্রুপে না ঢুকেই এবার থেকে ব্যবহারকারীরা জানতে পারবেন, সেখানে কে টাইপ করছেন এমনটাই জানানো হয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপটির সাম্প্রতিক বিটা সংস্করণে। 

বিজ্ঞাপন

তাৎক্ষণিক বার্তা, ছবি আদান-প্রদান এবং সহজে ভয়েস ও ভিডিও কল করার সুবিধায় হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বাড়ছে। ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে নিয়মিত ব্যবহৃত হচ্ছে অ্যাপটি। ব্যবহারকারীদের আরও সুবিধা দিতে নিয়মিত নতুন ফিচার নিয়ে আসছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। তারই ধারাবাহিকতায় বিটা ভার্সন ২.২৫.২০.১৭-এ যুক্ত হয়েছে নতুন এই টাইপিং আপডেট।

কী সুবিধা দেবে এই ফিচার?

বিজ্ঞাপন

এত দিন পর্যন্ত কোনো গ্রুপের ভিতরে ঢুকলেই দেখা যেত, কেউ টাইপ করছেন কি না। এবার থেকে চ্যাট লিস্ট থেকেই তা দেখা যাবে। অর্থাৎ, গ্রুপ ওপেন না করেও ব্যবহারকারীরা বুঝতে পারবেন, কে বা কারা সেখানে বার্তা টাইপ করছেন।

তবে এতে কিছু সীমাবদ্ধতাও থাকছে। একাধিক ব্যক্তি টাইপ করলেও একজনের নামই দেখাবে হোয়াটসঅ্যাপ। আর কেউ ভয়েস মেসেজ রেকর্ড করলে তা এখনো চ্যাট লিস্ট থেকে দেখা যাবে না। এই ফিচার শুধুমাত্র গ্রুপ চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন। আইওএস ব্যবহারকারীদের জন্য এখনো এই সুবিধা উন্মুক্ত হয়নি।

বিশেষজ্ঞদের মতে, আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও এই আপডেট গ্রুপ চ্যাটের ব্যবহারগত অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission