ঈদে আরটিভির পর্দায় নিলয়ের ‘এক পায়ে জুতা’

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ১০ এপ্রিল ২০২৪ , ১১:৫৪ এএম


‘এক পায়ে জুতা’ নাটকের একটি দৃশ্যে নিলয় আলমগীর
‘এক পায়ে জুতা’ নাটকের একটি দৃশ্যে নিলয় আলমগীর

ছোটপর্দার জনপ্রিয় তারকা জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। ইতোমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে ব্যাপক প্রসংশা কুড়িয়েছেন এই জুটি। খুব অল্প সময়েই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন নিলয়-হিমি। আসন্ন ঈদুল ফিতরে আরটিভির পর্দা মাতাতে আসছেন দর্শকপ্রিয় এই জুটি।   

বিজ্ঞাপন

জানা গেছে, ‘এক পায়ে জুতা’ নামের একটি নাটকে দেখা যাবে নিলয়-হিমিকে। মুরসালিন শুভর রচনায় নাটকটি নির্মাণ করেছেন পরিচালনাক সোহেল হাসান।  

নাটকের গল্পে দেখা যাবে, শুভ পড়াশুনা শেষ করে চাকরি খুজছে। ঢাকায় একটা মেসে থাকে সে। প্রাইভেট পড়িয়ে খরচ চালায় এবং বিভিন্ন চাকুরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। জেরিনকে প্রাইভেট পড়ায় শুভ। কিন্তু জেরিনের পড়ায় মন নেই। সে শুভকে তার ফোন থেকে একটা মেসেজ লিখে একজনকে পাঠাতে বলে যার সঙ্গে জেরিনের বিয়ে ঠিক হয়েছে। কাজটি করতে রাজি হয় না শুভ। কিন্তু জেরিন শুভকে ইমশোনালি ব্ল্যাকমেল করে রাজি করায়। তবে এতেও থেমে যায়নি জেরিন।  

বিজ্ঞাপন

‘এক পায়ে জুতা’ নাটকের একটি দৃশ্যে নিলয়-হিমি

পরেরদিন পরিবারের লোকজন নিয়ে দেখতে আসে ছেলেকে শুভর সঙ্গে প্রেম করছে জেরিণ। পাত্র হতভাগা বিয়ে করবে না বলে কথা দেয়। পরের দিন জেরিনকে পড়াতে যায় শুভ কিন্তু জেরিন বলে একটা ঝামেলা হয়ে গেছে বাবা আমাদের প্রেমের বিষয়ে  সব কিছু জেনে গেছে। বাবা আপনার সঙ্গে কথা বলবে। এ কথা শুনেতো শুভর গলা শুকিয়ে যায়, মাথা ঘুরতে থাকে। এর মাঝেই জেরিনের বাবা এসে শুভকে গম্ভীর গলায় বলে তোমার ব্যাপারে জেরিন আমাকে সব বলেছে। একটা ঠিকানা দিয়ে পরের দিন সেখানে ইন্টারভিউ দিতে যেতে বলে। 

পরেরদিন শুভ রেডি হয়ে ইন্টারভিউ দিতে যায়। কিন্তু ভিরের মধ্যে বাস থেকে নামতে গিয়ে তার পায়ের একটা জুতা গাড়িতে থেকে যায়। শুভ এক পায়ে জুতা পরে আর এক পা শূন্য করে অসহায়ের মত দাঁড়িয়ে থাকে বাস চলে যায়। সে  এক পায়ে জুতা নিয়েই শুভ হাজির হয় ইন্টারভির স্থানে। সেখানে গিয়ে একজনের সঙ্গে খাতির জমায় তার জুতা পরে ইন্টারভিউ ফেস করতে চেয়েছিল কিন্তু সে জুতা পায়ে লাগছে না। এই এক পায়ে জুতা নিয়ে তো ইন্টারভিউও দেওয়া যায় না। তাই দ্রুত বেড়িয়ে পরে জুতার সন্ধানে।  

বিজ্ঞাপন

একটি দোকানে ঢুকে দোকানদারকে রিকোয়েস্ট করে একজোড়া জুতা ভাড়া দেওয়ার জন্য কিন্তু দোকানদার রাজি না হয়ে রেগে গিয়ে শুভকে দোকা ন থেকে বের করে দেয়।  

বিজ্ঞাপন

উপায় না পেয়ে শুভ মুচির কাছে যায় এবং তাকে খুব অনুরোধ করে একজোড়া জুতা ভাড়া দেওয়ার জন্য। সে ইন্টারভিউ দিয়েই ফেরত দিয়ে যাবে। শুভর অসহায় অবস্থা দেখে মুচি রাজি হয়ে একজোড়া জুতা দেয়। শুভ সেই জুতা পরে হাটা শুরু করলেই মুচি দ্রুত সেটা খুলে নেয় কারণ জুতার আসিল মালিক এসে পরেছে জুতা ডেলিভারি নেওয়ার জন্য। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। 

নিলয়-হিমি অভিনীত ‘এক পায়ে জুতা’ নাটকটির শেষ দেখতে হলে চোখ রাখতে হবে আরটিভির পর্দায়। ঈদের দিন রাত ৯টা ৩০মিনিটে নাটকটি প্রচারিত হবে আরটিভিতে।   
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission