অপ্রাপ্তবয়স্ক তরুণীর গোপন ভিডিও ভাইরাল করে বিপাকে আসেনসিও!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০২ আগস্ট ২০২৫ , ০৩:১৩ পিএম


অপ্রাপ্তবয়স্ক তরুণীর গোপন ভিডিও ভাইরাল করে বিপাকে আসেনসিও!
ছবি: এএফপি

গত মৌসুমে মিলিতাও-কারবাহালরা ইনজুরিতে পড়ায় রিয়াল মাদ্রিদের একাদশে সুযোগ পেয়েছিলেন রাউল আসেনসিও। দুর্দান্ত পারফরম্যান্স করে দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন তিনি। এর মাঝেই আসেনসিওর বিরুদ্ধে আড়াই বছরের কারাদণ্ডের আবেদন জানিয়েছে স্পেনের পাবলিক প্রসিকিউটরের দপ্তর।

বিজ্ঞাপন

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল যুব দলের সাবেক দুই খেলোয়াড় এক অপ্রাপ্তবয়স্ক ও আরেক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন এবং তাদের অজান্তে সেই দৃশ্য গোপনে ভিডিও করেন। আসেনসিও ওই ঘটনার অংশ ছিলেন না, তবে তিনি ভিডিওটি চেয়ে নিয়ে দেখেন এবং পরে তা আরেক বন্ধুকেও দেখান।

ঘটনাটি ঘটেছে ২০২৩ সালে স্পেনের গ্রান ক্যানারিয়ার দক্ষিণাঞ্চলের এক বিচ ক্লাবে। সে সময় রিয়াল জানিয়েছিল, একজন কাস্তিয়া (বি দল) খেলোয়াড় ও সি দলের তিন খেলোয়াড় গার্দিয়া সিভিলের (স্পেনের জাতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ শাখা) কাছে ব্যক্তিগত ভিডিও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিবৃতি দিয়েছেন। 

বিজ্ঞাপন

স্পেনের ফৌজদারি দণ্ডবিধির ৭৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এটি গোপনীয়তা লঙ্ঘনের দুটি অপরাধ। তাই ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে অ্যাসেনসিওর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

আরও পড়ুন

অভিযোগে বলা হয়েছে, ভিডিও ছড়িয়ে পড়ায় অপ্রাপ্তবয়স্ক মেয়ে ও তরুণী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং পোস্টট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে আক্রান্ত হন। 

বিজ্ঞাপন

তাই অভিযুক্ত প্রত্যেককে ক্ষতিপূরণ হিসেবে ৫ হাজার ইউরো করে দেওয়ার জন্যও আবেদন জানানো হয়েছে। একই মামলায় আরও তিনজনের বিরুদ্ধেও কারাদণ্ড চাওয়া হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে অ্যাথলেটিকের সংবাদে জানানো হয়, স্পেনের একটি আদালত আসেনসিওর পক্ষ থেকে মামলাটি অস্থায়ীভাবে খারিজ করার আবেদন প্রত্যাখ্যান করেছেন। সেই আপিল চলাকালে আদালতের নথিপত্র এটা নিশ্চিত করে যে ঘটনায় জড়িত নারীদের একজনের বয়স ছিল ১৬ বছরের নিচে।

এবার সেই মামলায় আসেনসিওর আড়াই বছরের কারাদণ্ডের আবেদন জানিয়েছে স্পেনের পাবলিক প্রসিকিউটরের দপ্তর। গতকাল সন্ধ্যায় আসেনসিওর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এই সংবাদমাধ্যমের কাছে ন্যায়বিচারের প্রত্যাশার কথা জানান।

এক বিবৃতিতে আসেনসিও বলেছিলেন, আমি কোনো নারীর যৌন স্বাধীনতা লঙ্ঘন করে এমন কোনো আচরণে লিপ্ত হইনি, অপ্রাপ্তবয়স্ক তো দূরের কথা।

গত মৌসুমে রিয়ালের হয়ে সব মিলিয়ে ৫৭টি ম্যাচ খেলেন আসেনসি। এরপর গত জুনে রিয়ালের সঙ্গে তার ২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করার কথাও জানা গেছে। তবে নতুন মৌসুম শুরুর আগে আইনি ঝামেলায় জড়াতে হচ্ছে তাকে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission