২০২২ সালে আর্জেন্টিনার লানুস ক্লাব থেকে ৩.৭৫ মিলিয়ন পাউন্ডে সেল্টিকে যোগ দিয়েছিলেন আলেক্সান্দ্রো বার্নাবেই। এরপর তিনি পাড়ি জমান ব্রাজিলের ক্লাব ইন্টারনাসিওনাল। যেখানে দুর্দান্ত পারফরম্যান্স করে নিজেকে প্রমাণ করেন তিনি। তাই বার্নাবেইয়ের সঙ্গে প্রায় ৫ মিলিয়ন পাউন্ডে স্থায়ী চুক্তি করে ক্লাবটি।
সেই সঙ্গে ক্লাবের ভক্তদের কাছে নায়ক হয়ে উঠেছিলেন বার্নাবেই। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে পরকিয়ার করার অভিযোগ তুলেছে ব্রাজিলিয়ান ক্লাবটির এক নারী ভক্ত যা নিয়ে রীতিমতো তোলপাড় ব্রাজিল ফুটবল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছেন দ্য স্কোটিশ সান।
প্রতিবেদনে অভিযুক্ত নারীর বরাত দিয়ে জানানো হয়েছে, একটি গাড়িতে করে ব্রাজিলিয়ান ওই নারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আর্জেন্টাইন এই ফুটবলার। যেখানে গাড়ির ভিতরেই তারা মিট করেন, সেখানে তাদের আলোচনা এক পর্যায়ে চুম্বন ও যৌন কথোপকথনে রূপ নেয়।
এদিকে কয়েকটি স্ক্রিনশটের বরাত দিয়ে এক প্রতিবেদনে লিওদিয়াজ জানিয়েছে, গত ১০ জুলাই রাতে পোর্তো আলেগ্রের দক্ষিণ অঞ্চলের এক গ্যাস স্টেশনে এক নারীভক্তের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান বার্নাবেই।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই নারী দাবি করেছেন বার্নাবেই ইনস্টগ্রামে temporary mode ব্যবহার করেছিলেন যাতে তাদের কথোপকথনের কোনো রেকর্ড না থাকে। স্থানটি বেছে নেওয়া হয়েছিল গোপনীয়তার কারণে।
ওই নারী সাংবাদিকদের বলেন, আমি বুঝতে পারছিলাম, ছেলেটা প্রতারক। সে আরও অনেক নারীর সঙ্গে মেসেজ চালাচ্ছে। আমি গাড়ি থেকে নামতে গেলে সে আমাকে আবার টেনে নেয়, আবার চুম্বন করে এবং বলে আমাকে আবার দেখা করতে ডাকবে।
জানা গেছে, বার্নাবেই বিবাহিত তার স্ত্রীর নাম ভ্যাল ডি পম্পো। তাদের একটি দুই বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। বার্নাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই স্ত্রী ও কন্যার সঙ্গে ছবি শেয়ার করেন বার্নাবেই।
এর আগে, ২০২৩ সালের আগস্টে ১,৮৭৫ ইউরো জরিমানা খেয়েছিলেন বার্নাবেই। কারণ, গ্লাসগো শহরে উদযাপনের রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি। তার নিশ্বাসে ৪৮ মাইক্রোগ্রাম অ্যালকোহল পাওয়া গিয়েছিল, যেখানে সীমা ছিল মাত্র ২২ মাইক্রোগ্রাম।
আরটিভি/এসআর/এস