সমর্থকদের ভুলের জন্য বড় শাস্তি পেল পিএসজি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ , ০২:৩২ পিএম


সমর্থকদের ভুলের জন্য বড় শাস্তি পেল পিএসজি
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলেছিল পিএসজি। তবে এই জয়ের আনন্দ রূপ নিয়েছিল সহিংসতায়। আর দর্শকদের এই অসদাচরণ ও বিশৃঙ্খলার জন্য পিএসজিকে মোটা অঙ্কের অর্থ জরিমানা করল উয়েফা। 

বিজ্ঞাপন

ছয়টি অভিযোগের ভিত্তিতে এক লাখ ৪৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। সম্প্রতি এক বিবৃতিতে পিএসজির শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা।

তবে সমর্থকদের মাঠে নেমে পড়া ও আতশবাজি ব্যবহারের জন্য সবচেয়ে বড় শাস্তি পেয়েছে পিএসজি।  ম্যাচ শেষ হতেই সমর্থকরা গোলপোস্টের পেছন দিয়ে মাঠে ঢুকে পড়ে। তাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় নিরাপত্তাকর্মীদেরও। বোতল, বিভিন্ন বস্তু মাঠের ভেতর ছুড়ে মারার ঘটনা ঘটে সেখানে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

এই জন্য ‍শুধু এক লাখ ইউরো জরিমানা গুণতে হবে ফরাসি জায়ান্টদের। আর ত্রিশ হাজার ইউরো জরিমানা গুনতে হবে মাঠের ভেতর বোতলসহ অন্যান্য পদার্থ ছুড়ে মারার কারণে। 

বিজ্ঞাপন

দশ হাজার ইউরো ক্ষতিপূরণ দিতে হবে উয়েফাকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ ব্যানার প্রদর্শনের জন্য। আট হাজার ইউরো গুনতে হবে মাঠের ঘাস ও স্টেডিয়ামের সম্পত্তি ক্ষতিগ্রস্থ করার কারণে।

বিজ্ঞাপন

AFP__20250531__48RK8G9__v1__HighRes__FootballUefaChampionsLeagueFinalParisSgFraVInte_20250601_122153640

আর্থিক জরিমানা ছাড়াও আগামী দুই বছরের মধ্যে উয়েফার প্রতিযোগিতায় পিএসজির একটি অ্যাওয়ে ম্যাচের জন্য টিকেট বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদিও এ শাস্তি দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে পিএসজি ভক্তরা স্টেডিয়ামে সুশৃঙ্খল আচরণ করলে এই শাস্তি মওকুফ করা হবে বলেও জানায় উয়েফা।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission