২০২৬ সালের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এই টুর্নামেন্টে অংশ নিতে হলে বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে। আগামী ১২ জানুয়ারি নেপালে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বাছাইপর্ব, শেষ হবে ২ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিবৃতিতে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আয়োজক হিসেবে নেপালের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
কাঠমান্ডুর লোয়ার মুলপানি ও আপার মুলপানি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের মূল পর্বের চারটি জায়গায় জন্য দলগুলো লড়াই করবে। বাছাইপর্বের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করেনি আইসিসি।
এরই মধ্যে বাছাইপর্বে খেলার টিকেট নিশ্চিত করেছে পাঁচটি দল। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা বাংলাদেশ ও আয়ারল্যান্ড বাছাইয়ে সরাসরি জায়গা পেয়েছে। এশিয়া অঞ্চলের বাছাই পেরিয়ে এসেছে থাইল্যান্ড ও স্বাগতিক নেপাল। আর আমেরিকা অঞ্চল থেকে বাছাই খেলবে যুক্তরাষ্ট্র।
বাছাইপর্বের বাকি পাঁচ দলের দুটি করে আসবে আফ্রিকা ও ইউরোপ অঞ্চলের বাছাই থেকে। এ ছাড়া ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে একটি দল বাছাইয়ে জায়গা করে নেবে।
উল্লেখ্য, বাছাইপর্বে ১০ দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে তিনটি দল পরের ধাপে যাবে। সুপার সিক্স রাউন্ড শেষে হবে ফাইনাল।
আরটিভি/এসআর/এস