এশিয়ান কাপ বাছাইয়েও সাগরিকাদের উপর ভরসা রাখলেন বাটলার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ০৫:৪৩ পিএম


এশিয়ান কাপ বাছাইয়েও সাগরিকাদের উপর ভরসা রাখলেন বাটলার
ছবি: এএফপি

ঘরের মাঠে অপরাজিত থেকে সাফে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাগরিকাদের এবারের মিশন অনূর্ধ্ব-২০ উইমেন্স এশিয়ান কাপ বাছাই। এই টুর্নামেন্টকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন কোচ পিটার বাটলার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ২৩ জনের স্কোয়াড ঘোষণা করা হয়। সাফজয়ী স্কোয়াডের উপর ভরসা রেখেছেন বাটলার।

‎‎আগামী মাসে লাওসে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই। সে জন্য আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ২৩ জনের স্কোয়াড ঘোষণা করা হয়। কোনো পরিবর্তন নেই স্কোয়াডে। সর্বশেষ সাফজয়ী দলের ২৩ জনকেই এশিয়ান কাপ বাছাইয়ের দলে রেখেছেন কোচ পিটার বাটলার।

বিজ্ঞাপন
আরও পড়ুন

দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। সবকিছু ঠিকঠাক থাকলে এশিয়ান কাপ বাছাই খেলতে আগামী ২ আগস্ট দেশ ছাড়ার কথা রয়েছে তাদের।

বিজ্ঞাপন

বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিদ্বন্দ্বী দল দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুর। ৬ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস। ৮ আগস্ট পূর্ব তিমুর আর ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন বাংলাদেশের মেয়েরা।

বিজ্ঞাপন

‎৩৩ দলের বাছাইপর্বে আট গ্রুপের সেরা আট দল যাবে এশিয়ান কাপে। গ্রুপের দ্বিতীয় সেরা তিন দলও পাবে থাইল্যান্ডের টিকিট। 
 ‎‎
‎অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ স্কোয়াড: 

গোলরক্ষক: স্বর্ণা রানী, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার। ‎

ডিফেন্ডার: জয়নব বিবি, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কানোম আক্তার, রুমা আক্তার। ‎

মিডফিল্ডার: স্বপ্না রানী, কানন রানী, ঐশী খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, বর্না খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার। 

ফরোয়ার্ড: পূজা দাস, উমেলা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রানী, নবীরণ খাতুন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission