ব্রাজিল ফুটবল প্রধানের অফিস ও বাসায় পুলিশের তল্লাশি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ০১:৫৩ পিএম


ব্রাজিল ফুটবল প্রধানের অফিস ও বাসায় পুলিশের তল্লাশি
ছবি: এএফপি

গত মে মাসের শেষ দিকে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হিসেবে দায়িত্ব পান সামির সাউদ। এর মাঝেই তার বিরুদ্ধে পৌরসভা নির্বাচনে ভোট কেনার অভিযোগ উঠেছে। যার ফলে সিবিএফে সাউদের অফিস ও বাসায় তল্লাশি চালিয়েছে ব্রাজিলের পুলিশ।

বিজ্ঞাপন

২০২৪ সালে রোরাইমা পৌরসভা নির্বাচনে ভোট ক্রয়ের অভিযোগের তদন্তে নেমেছে ব্রাজিলের পুলিশ। সামির সাউদ ছাড়াও হেলেনা লিমা, রেইনালদো লিমা ও রোরাইমার যোগাযোগ অবকাঠামোর (ডিএনআইটি) সুপারিনটেনডেন্ট ইগো ব্রাসিলসহ আরও ৬ জন পুলিশের এই অভিযানের লক্ষ্যবস্তু।

সিবিএফ জানিয়েছে, গত বুধবার ভোর ৬টা ২৪ মিনিট থেকে ৬টা ৫২ মিনিটের মধ্যে সদর দপ্তরে পুলিশ এসেছে এবং এই অভিযান রোরাইমা নির্বাচনী আদালতের নির্দেশে শুরু হওয়া তদন্তের অংশ।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সিবিএফ এটাও নিশ্চিত করেছে, এই অভিযানের সঙ্গে সিবিএফ ও ব্রাজিলিয়ান ফুটবলের কোনো সম্পর্ক নেই। সভাপতি সামির সাউদ তদন্তের কেন্দ্রবিন্দু নন।

বিজ্ঞাপন

এর আগে হেলেনা লিমার স্বামী ও ব্যবসায়ী রেইনালদো লিমা রোরাইমায় পৌরসভা নির্বাচনের আগে ৫ লাখ ব্রাজিলিয়ান রিয়ালসহ গ্রেপ্তার হন। সাউদ হেলেনা লিমার সহযোগী এবং তারা একই রাজনৈতিক (এমডিবি) দলের সদস্য।

বিজ্ঞাপন

রোরাইমা ও রিও ডি জেনিরোয় মোট ১০ ব্যক্তির বিরুদ্ধে তল্লাশি চালানোর পরোয়ানা জারি করে পুলিশ। এই তদন্তে সংশ্লিষ্ট সব সন্দেহভাজনের মোট ১ কোটি ব্রাজিলিয়ান রিয়াল জব্দের নির্দেশও দিয়েছেন নির্বাচনী আদালত।

আরটিভি/এসআর -টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission