পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচারে জটিলতা, দরকার ১২ মিলিয়ন ডলার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ১২:৪৮ পিএম


পাকিস্তান
ছবি: সংগৃহীত

চলতি বছরের ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। তবে এই টুর্নামেন্ট পাকিস্তানের দর্শকদের জন্য টিভি পর্দায় দেখা অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ, টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব (ব্রডকাস্টিং রাইটস) নিয়ে তীব্র দর-কষাকষির মধ্যে রয়েছে পাকিস্তানি টিভি চ্যানেলগুলো।

বিজ্ঞাপন

ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠান সনি ইন্ডিয়া পাকিস্তানে পুরুষ ও মহিলা দলের ম্যাচ সম্প্রচারের স্বত্ব পেতে ১২ মিলিয়ন মার্কিন ডলার দাবি করেছে। কিন্তু পাকিস্তানের কোনো চ্যানেলই এখন পর্যন্ত এত বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহ দেখায়নি।

টেলিভিশন কর্তৃপক্ষের দাবি, বর্তমান বাজার পরিস্থিতিতে এ ধরনের বড় বিনিয়োগ থেকে লাভের আশা করা বাস্তবসম্মত নয়। ফলে এশিয়া কাপ পাকিস্তানের পর্দায় দেখা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

বিজ্ঞাপন

২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত আট বছরের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) মোট ১৭০ মিলিয়ন ডলারে মিডিয়া রাইটস বিক্রি করেছে সনি ইন্ডিয়ার কাছে। এই চুক্তির আওতায় রয়েছে ১১৯টি ম্যাচ, যার মধ্যে রয়েছে চারটি পুরুষ এবং চারটি মহিলা এশিয়া কাপ।

পাকিস্তান এই রাইটস থেকে ২৫ শতাংশ অর্থাৎ প্রায় ৪২.৫ মিলিয়ন ডলার আয় পাবে বলে জানানো হয়েছে, যদিও ডিজিটাল রাইটস আলাদাভাবে বিবেচিত হবে।

বিশেষজ্ঞদের মতে, ভারত-পাকিস্তান ম্যাচের জনপ্রিয়তা ও বাণিজ্যিক গুরুত্বের কারণেই এত উচ্চমূল্য দাবি করছে সনি। এবারের আসরে যদি ভারত ও পাকিস্তান ফাইনালে পৌঁছায়, তাহলে অন্তত তিনটি হাই-ভোল্টেজ ম্যাচের প্রত্যাশা রয়েছে — যা এই দাবিকে যৌক্তিকতা দেয়।

বিজ্ঞাপন

এই আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তানের কিছু শীর্ষস্থানীয় টিভি চ্যানেল একটি কনসোর্টিয়াম গঠনের চিন্তা করছে, যাতে তারা যৌথভাবে খরচ ভাগ করে সনির দাবি মেটাতে পারে। যদি এই পরিকল্পনা বাস্তবায়ন না হয়, তাহলে দর কমানোর জন্য আলোচনা চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

বিজ্ঞাপন

এদিকে, পাকিস্তানে এশিয়া কাপের ডিজিটাল সম্প্রচার রাইটস ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।

আরও পড়ুন

সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে সিরিজ সম্প্রচারে রাষ্ট্রীয় টিভি লাভবান হওয়ায় কিছুটা আশার আলো দেখছে পাকিস্তানের সম্প্রচার মাধ্যম। তবে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের জন্য এখনো বড় বিনিয়োগ একটি বড় ঝুঁকি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। 

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission