বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৭ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য নিউ নেশন পত্রিকার ক্রীড়া সম্পাদক কামাল হোসেন বাবলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র ক্রীড়া সাংবাদিক শফিকুল ইসলাম শামীম।
মঙ্গলবার (২৯ জুলাই) উৎসবমুখর পরিবেশে এসজেসির নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র ক্রীড়া সাংবাদিক জাহেদ হোসেন খোকন।
নির্বাচনে ১০টি পদে নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন- সহ-সভাপতি: আব্দুল মুকিত রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক: জিহাদুর রহমান জিহাদ, সাংগঠনিক সম্পাদক: রকিবুল ইসলাম, অর্থ সম্পাদক: মো. মুশফিকুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য: মোহাম্মদ মাঈনউদ্দিন তারেক, মো. আনোয়ার হোসেন ও আব্দুল গফুর অরণ্য।
নির্বাচনে সংগঠনের সিনিয়র সদস্য মাসুদ পারভেজ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনে কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন বিএসজেসির প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ার হক, প্রতিষ্ঠাতা সদস্য নাসিমুল হাসান দোদুল ও সিনিয়র সদস্য মো. বদরুল আলম চৌধুরী।
আরটিভি/এসআর