ক্যাথরিনের বীরত্বে আর্জেন্টিনাকে কাঁদিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ০৭:২৩ পিএম


ক্যাথরিনের বীরত্বে আর্জেন্টিনাকে কাঁদিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া
ছবি: সংগৃহীত

চলমান নারী কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। কিন্তু সেমিতে নিজেদের সেরাটা দিতে পারেনি আলবিসেলেস্তারা। কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

সোমবার (২৯ জুলাই) ইকুয়েডরের কুইটোতে প্রথম সেমিফাইনালে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া।

আরও পড়ুন

শুরু থেকেই দাপট দেখালেও গোলের দেখা পাচ্ছিল না কলম্বিয়া। তবে ভাগ্য নির্ধারণী মুহূর্তে জ্বলে ওঠেন তাদের গোলরক্ষক ক্যাথরিন তাইপে। টাইব্রেকারে আর্জেন্টিনার পাউলিনা গ্রামালিয়ার শট ঠেকিয়ে দেন তিনি, যা কলম্বিয়ার জয়ের পথকে প্রশস্ত করে দেয়।

Screenshot_2025-07-29_192205

বিজ্ঞাপন

শুটআউটের উত্তেজনা তখন তুঙ্গে। কলম্বিয়ার মারিয়া রামিরেজের শট পোস্টে লেগে ফিরে এলেও ভুল করেননি দলের ষষ্ঠ শট নেওয়া ওয়েন্ডি বোনল্লিয়া। এরপর আর্জেন্টিনার এলিয়ানা স্টাবিলি গোল করতে ব্যর্থ হলে উল্লাসে ফেটে পড়ে কলম্বিয়ান শিবির।

বিজ্ঞাপন

AFP__20250729__686277V__v1__HighRes__FblCopaAmerica2025WomenArgCol

এই জয়ে কোপা আমেরিকার ফাইনালসহ ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছে কলম্বিয়া।

দ্বিতীয় সেমিফাইনালে বুধবার মুখোমুখি হবে রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩ আগস্ট, ইকুয়েডরের কুইটো শহরে।

আরটিভি/এসআর/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission