২০২৬ মৌসুমের প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। সেই সূচিতেই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার ফিনালিসিমা।
এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহে, তবে এখনও ভেন্যু নির্ধারিত হয়নি। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছিল, বিশ্বকাপের প্রাক-ঘোষণা হিসেবে।
তবে কাতার ও সৌদি আরবও ম্যাচ আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছে। এই ম্যাচে লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল—দুজনের প্রথম মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা এই দ্বৈরথকে আরও আকর্ষণীয় করে তুলবে।
কয়েক সপ্তাহ আগেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও ‘চিকি’ তাপিয়া ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাফায়েল লৌজানের মধ্যে একটি সমঝোতা হয়।
যেখানে ম্যাচটি ২০২৬ সালের ১৭ থেকে ২৫ মার্চের মধ্যে আয়োজনের কথা বলা হয়। তবে এটি নির্ভর করছে স্পেনের বিশ্বকাপ কোয়ালিফিকেশনের ওপর।
স্পেন যদি তাদের গ্রুপ (যেখানে আছে তুরস্ক, জর্জিয়া ও বুলগেরিয়া) দ্বিতীয় হয়ে শেষ করে, তবে মার্চ মাসেই তাদের প্লে-অফ ম্যাচ পড়বে। সে ক্ষেত্রে ফিনালিসিমা আয়োজনে জটিলতা তৈরি হবে।
একমাত্র বিকল্প তখন বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্ত, যা উভয় দলই এড়িয়ে চলতে চায়, কারণ তখন প্রস্তুতির সময় খুবই অল্প থাকবে।
আরটিভি/এসআর/আইএম