আগামী বছরের ১ মার্চ নারী এশিয়ান কাপের ২১তম আসরের পর্দা উঠবে অস্ট্রেলিয়ায়। যেখানে প্রথমবারের মতো অংশ নেবে লাল-সবুজের প্রতিনিধিরা। ২১ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।
মঙ্গলবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ড্রতে এই তিন কঠিন প্রতিপক্ষকে পেয়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশ লড়াই করবে উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তানের বিপক্ষে।
এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ১২টি দলকে ড্রতে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। ১২ জুন ফিফা প্রকাশিত নারী ফুটবলের র্যাঙ্কিং অনুযায়ী পটগুলো সাজায় এএফসি।
এক নজরে দেখে নিন কে কোন গ্রুপে-
‘এ’ গ্রুপ: অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন
‘বি’ গ্রুপ: উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ, উজবেকিস্তান
‘সি’ গ্রুপ: জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে (তাইওয়ান)
১ মার্চ টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশের মিশন শুরু হবে ৩ তারিখ। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন। ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়া ও ৯ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি:
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
৩ মার্চ, ২০২৬ | চীন | সিডনি |
৬ মার্চ, ২০২৬ | উত্তর কোরিয়া | সিডনি |
৯ মার্চ, ২০২৬ | উজবেকিস্তান | পার্থ |
আরটিভি/এসআর/আইএম