বগুড়ায় জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের পদ্মা জোনের খেলা শুরু

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ০৩:১৭ পিএম


বাংলাদেশ কাবাডি ফেডারেশন
ছবি: সংগৃহীত

‘তারুণ্যের উৎসব’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে মঙ্গলবার (২৯ জুলাই) বগুড়ায় শুরু হয়েছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতার প্রথম ধাপ হিসেবে পদ্মা জোনের খেলা অনুষ্ঠিত হচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে। 

বিজ্ঞাপন

সকালে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পদ্মা জোনের খেলার উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসাইন সহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পদ্মা জোনে ৮টি জেলার পুরুষ দল এবং ৬টি জেলার নারী দল অংশ নিচ্ছে। এই জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই।

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের জন্য সারাদেশকে ৮টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের জন্য একটি নির্দিষ্ট ভেন্যু নির্ধারণ করা হয়েছে। পদ্মা জোনের খেলা বগুড়ায় হচ্ছে। এছাড়া অন্যান্য জোনের ভেন্যুগুলো হলো: তিস্তা জোনের জন্য রংপুর জেলা, ব্রহ্মপুত্র জোনের জন্য টাঙ্গাইল জেলা, কর্ণফুলী জোনের জন্য কুমিল্লা জেলা, রুপসা জোনের জন্য যশোর জেলা, ধানসিঁড়ি জোনের জন্য বরিশাল জেলা, সুরমা জোনের জন্য সিলেট জেলা এবং মধুমতি জোনের জন্য গোপালগঞ্জের বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দলগুলো নিয়ে অনুষ্ঠিত হবে আন্তজেলা চ্যাম্পিয়নশিপ। সেখান থেকে সেমিফাইনালিস্ট চারটি দল দেশের সার্ভিসেস দলগুলোর সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। এই প্রতিযোগিতা বাংলাদেশের কাবাডির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission