ভারতের হায়দ্রাবাদের নাগোল স্টেডিয়ামে ব্যাডমিন্টন খেলতে খেলতেই প্রাণ হারালেন ২৫ বছর বয়সী যুবক গুন্ডলা রাকেশ। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
ঘটনার সময় রাকেশ ডাবলস ম্যাচ খেলছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায়, হাস্যোজ্জ্বল মুখে খেলায় মগ্ন ছিলেন তিনি। আচমকাই মাটিতে পড়ে থাকা শাটল কুড়াতে গিয়ে হঠাৎই লুটিয়ে পড়েন। উপস্থিত খেলোয়াড় ও দর্শকরা সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে আসেন। ডাকাডাকি ও সিপিআর দেওয়ার পরও তার জ্ঞান ফেরেনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, গুন্ডলা রাকেশ হায়দ্রাবাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার মৃত্যুর খবরে পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। হৃদয়বিদারক দৃশ্যটি দেখে অনেকেই হতবাক ও শোকাহত হয়ে পড়েছেন। অনেকে সামাজিক মাধ্যমে তরুণ বয়সে হঠাৎ মৃত্যুর পেছনে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরছেন।
বিশেষজ্ঞদের মতে, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে এমন মৃত্যু ‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট’ হতে পারে, যা আগাম কোনো উপসর্গ ছাড়াই দেখা দেয়।
আরটিভি/এসকে/এস