পাকিস্তান সিরিজ শেষ, আগামী ৬ আগস্ট শুরু হবে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প। তাই বিশ্রামে রয়েছেন ক্রিকেটাররা, কিন্তু এর মাঝেই সমালোচনার ঝড় বয়ছে তাসকিনকে নিয়ে। ছোট বেলার বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে তার ওপরে। তবে ফেসবুক পোস্টে এই অভিযোগকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তাসকিন।
কিন্তু ভিন্ন কথা বলছেন তাসকিনের ছোট বেলার বন্ধু সিফাতুর রহমান সৌরভ। মারধরের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। তবে নিজের জীবনের সুরক্ষা পেলেই তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তুলে নিবেন বলে জানিয়েছেন সৌরভ।
সোমবার (২৮ জুলাই) দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি।
সৌরভ বলেন, আমি তো তাসকিনের ছোট বেলার বন্ধু। আমিও চাই না তার ক্যারিয়ার হ্যাম্পার হোক। সে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের। বাট নিজেদের মধ্যে একটা কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি; বাট আমি চাই না বাইরের মানুষ জিনিসগুলো নিয়ে কথা বলুক। তারপরেও এটা আউট অব দ্য লাইন হয়ে যাওয়ায় আমার নিজস্ব নিরাপত্তা কারণে এই পদক্ষেপ নিতে হইছে।
তাসকিনের বিপক্ষে অভিযোগ তুলে নেওয়া নিয়ে তিনি বলেন, আমি উইথড্রো তো করবোই, আমি তো কেইস করি নাই; আমি জাস্ট অভিযোগ করেছি। না হলে তো আমি কেইস করতে পারতাম। এটা হয়তো এভাবে সামনে না এসে আরও খারাপভাবে আসতে পারতো। ওইটা আমি হ্যান্ডেল করছি, আমি তাজিমের (তাসকিন) কথা চিন্তা করেই হ্যান্ডেল করছি। বাট আমি যেন নিরাপদ থাকতে পারি ওরকম নিশ্চয়তা আমাকে দিতে হবে।
জিডি অনুযায়ী সৌরভের দাবি, তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে আঘাত করেন এবং হুমকি দেন। সৌরভের অভিযোগ, তাসকিন তাকে কিল-ঘুষি মেরে মারধর করেন।
আরটিভি/এসআর