মেসি ও মিয়া খলিফার ছবি নিয়ে যা জানা গেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ০৬:১৫ পিএম


মেসি ও মিয়া খলিফার ছবি নিয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত

বর্তমানে ফুটবল মাঠে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। মাঠে নামলেও করছেন জোড়া গোল, এর মাঝেই ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন তিনি। 
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রচার করা হয়েছে, যেখানে দেখা যায় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ও প্রাক্তন পর্নতারকা মিয়া খলিফা একই ফ্রেমে ছবি তুলেছেন। 

বিজ্ঞাপন

এরপরই ফুটবল ভক্তরা মেসির পক্ষে- বিপক্ষে নানা মন্তব্য করতে থাকেন। অনেকেই দাবি করেন মেসির সাথে মিয়া খলিফার প্রচারিত ছবিগুলো আসল। তবে এই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিগুলোর বিষয়ে রিভার্স ইমেজ সার্চ করে অনুসন্ধান করলে ছবিগুলো আসল হওয়ার দাবির সপক্ষে বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। অনুসন্ধানে ছবিগুলোর সম্ভাব্য মূল পোস্ট ‘_ul_0’ ইউজারনেমের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ২ জুলাইয়ে প্রচার হতে দেখা যায়। 

পোস্টটির ক্যাপশনে একটি ডিসক্লেইমার বা দায়মুক্তিও পাওয়া যায় যেখানে বলা হয়, ‘এই ছবিগুলো বাস্তব নয়। এগুলো সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে দক্ষতার সঙ্গে তৈরি করা হয়েছে।’ 

বিজ্ঞাপন

unnamed-3-4

বিজ্ঞাপন

উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে এআই দিয়ে তৈরি একাধিক ছবি নানাসময়ে প্রচার হতে দেখা যায়। পাশাপাশি প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে মুখমণ্ডলের গঠনসহ সামগ্রিকভাবে খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

unnamed-2

বিষয়টি আরও নিশ্চিতের জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’ এ ছবিগুলো পরীক্ষা করে রিউমর স্ক্যানার। সেখানে দেখা যায়, এগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৫-৯৯ শতাংশ।

unnamed-4-3

সুতরাং, এআই দিয়ে তৈরি ছবি আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির সাথে সাবেক পর্ণতারকা মিয়া খলিফার আসল ছবি দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission