রদ্রিগোর জন্য টাকার বস্তা প্রস্তুত করছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৭ জুলাই ২০২৫ , ০৬:৫৩ পিএম


রদ্রিগোর জন্য টাকার বস্তা প্রস্তুত করছে লিভারপুল
ছবি: আরটিভি

রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের সেরাটা দেওয়ার পরও বেশির ভাগ সময় বেঞ্চে বসে কাটাতে হচ্ছে রদ্রিগোকে। তাই রিয়ালে নিজের ভবিষ্যত নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে এই ব্রাজিলিয়ানকে। এ নিয়ে জাভি আলোনসোর সঙ্গে সরাসরি কথা বলবে বলেও জানিয়েছিলেন রদ্রিগো।

বিজ্ঞাপন

কিন্তু তারপরও ক্লাব বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পাননি তিনি। এতে বেশ কয়েকদিন থেকেই গুঞ্জন উঠেছে রিয়াল মাদ্রিদ ছাড়তে চাচ্ছেন রদ্রিগো। আর 
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকেও জানা গেছে, উপযুক্ত প্রস্তাব এলে তারা বিক্রির বিষয়ে বিবেচনা করতে পারে। 

আরও পড়ুন

আর এই সুযোগটায় কাজে লাগাতে চায় ইংলিশ জায়ান্ট লিভারপুল। রদ্রিগোকে দলে নিতে রীতিমতো টাকা বস্তা নিয়ে রিয়াল মাদ্রিদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগের প্রথম চ্যাম্পিয়নরা।

স্প্যানিশ দলবদল গণমাধ্যম ফিচাখেস-এর প্রতিবেদন অনুযায়ী, রদ্রিগোকে দলে নিতে ১২০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব প্রস্তুত করছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। ক্লাবটি বিশ্বাস করে, রদ্রিগোর গতি, ড্রিবলিং, গোল করার দক্ষতা এবং বহুমুখী খেলোয়াড়ী চরিত্র তাদের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে।

বিজ্ঞাপন

ইতোমধ্যেই বেশ কয়েকজন তারকা ফুটবলারকে দলে টেনেছে লিভারপুল। তবে নতুন ম্যানেজমেন্টের অধীনে তারা সামনে তাকাচ্ছে আরো বড় পরিকল্পনার দিকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সূত্র মতে, রদ্রিগোর জন্য লিভারপুল যে পরিমাণ অর্থ প্রস্তাব করতে যাচ্ছে, তা তাকে ক্লাব ইতিহাসে অন্যতম দামী খেলোয়াড়ে পরিণত করবে। নতুন কোচিং স্টাফের অধীনে তাকে ভবিষ্যতের মূল অস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রদ্রিগো এ নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি। তবে ট্রান্সফার মার্কেটে তার নাম ঘিরে জল্পনা-কল্পনা বাড়ছেই। বিশেষ করে প্রিমিয়ার লিগ থেকে আগ্রহ বাড়তে থাকায়, সামনে রদ্রিগোকে ঘিরে হতে পারে বড়সড় চমক। 

যদি এই দলবদল সম্পন্ন হয়, তবে এটি শুধু লিভারপুল নয়, ইউরোপিয়ান ফুটবলের সাম্প্রতিক ইতিহাসেও অন্যতম আলোচিত ট্রান্সফার হয়ে উঠতে পারে। 

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission