এশিয়া কাপে ছক্কার ঝড় তুলতে বিখ্যাত কোচ নিয়ে আসছে বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৭ জুলাই ২০২৫ , ০২:৩২ পিএম


এশিয়া কাপের আগেই ‘পাওয়ার হিটিং’ শিখতে চায় টাইগাররা, আসছেন বিখ্যাত কোচ
ছবি: সংগৃহীত

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় পাওয়ার হিটিংয়ে মনোযোগী হচ্ছেন লিটন-মিরাজরা। আর এই জন্য বিশ্বখ্যাত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

এশিয়া কাপকে সামনে রেখে ৬ আগস্ট থেকে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। তার আগেই ঢাকায় পৌঁছানোর কথা উডের।

আরও পড়ুন

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে উড বলেন, আমি আগস্টে তিন সপ্তাহের জন্য যাচ্ছি—এমনটাই জানানো হয়েছে। এখনও চূড়ান্ত নয়, তবে সম্ভবত হবে। বাংলাদেশের সঙ্গে আমার আগের কিছু কাজের অভিজ্ঞতা আছে। কয়েক বছর ধরেই এ নিয়ে কথা হচ্ছিল, এবার বাস্তবে রূপ নিচ্ছে—আমি রোমাঞ্চিত। 

তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে স্বাভাবিক প্রতিভা আছে। কিন্তু আধুনিক সাদা বল ক্রিকেটে বল ‘স্ট্রাইক’ করার দক্ষতা খুব গুরুত্বপূর্ণ। আমার কাজ হবে—তাদের শক্তি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেটাকে কার্যকরভাবে কাজে লাগাতে হয়, সেই দিকনির্দেশনা দেওয়া। 

বিজ্ঞাপন

ইংল্যান্ডের সাদা বল ক্রিকেটে বিপ্লব এনে দেওয়া এই কোচ এর আগেও বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন—বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

বিজ্ঞাপন

শুধু ব্যাটিং নয়, ক্রিকেটারদের মানসিক দিক নিয়েও কাজ করার প্রস্তুতি নিচ্ছে বিসিবি। সংস্থাটি একজন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগ দিতে চায়, যিনি খেলোয়াড়দের মানসিক চাপ সামাল দেওয়া, মনোযোগ ধরে রাখা ও আত্মবিশ্বাস বাড়ানোর কৌশল শিখিয়ে দেবেন।

এই পদে কাজ করার সম্ভাবনা রয়েছে ডেভিড স্কট নামের এক মনোবিজ্ঞানীর, যিনি এর আগে বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন। একজন স্থানীয় মনোবিজ্ঞানীকেও সঙ্গে রাখা হবে, যেন ভাষাগত প্রতিবন্ধকতা না থাকে।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission