টানা ব্যর্থতার কারণে চলতি মাসের শুরুতেই ভারতীয় ফুটবল দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান মানোলো মার্কেজ। এরপরই কোচ নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন। যেখানে ভারতীয় ফুটবলের দায়িত্ব নিতে সব মিলিয়ে ১৭০জন কোচ আবেদন করেছেন বলে জানা গেছে।
তবে সবচেয়ে আলোচিত একটি নাম হলো জাভি হার্নান্দেজ। ভারতের কোচ হতে চান তিনি, এমন খবর প্রকাশ করা হয় কয়েকদিন আগে। যা নিয়ে রীতিমতো তোলপাড় ফুটবল বিশ্ব। তবে এবার জাভির কোচ হওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যেখানে ভারতীয় ফুটবল ফেডারেশনকে বোকা বানিয়েছে এক তরুণ।
গত বৃহস্পতিবার রাতে xaviofficialfcb@gmail.com-থেকে একটি মেইল আসে ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। এরপর ফেডারেশন জানায়, বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজ ভারত জাতীয় দলের দায়িত্ব নিয়ে আবেদন করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে খবরটি মুহূর্তে ছড়িয়ে পড়ে বিশ্ব মিডিয়ায়। যা জাভির কানেও পৌঁছে যায়। জাভির ঘনিষ্ঠদের সূত্রে বার্সা টাইমস এক পোস্টে জানিয়ে, ভারতীয় কোচ হতে কোনো আবেদন করেননি সাবেক এই বার্সা কোচ। এমনকি এই বিষয়ে কিছুই জানেন না তিনি।
এছাড়াও জনপ্রিয় ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছেন, জাভি বার্সা কোচ হতে কোনো আবেদন করেননি এবং জাভি হার্নান্দেজ এবং ইন্ডিয়ান ফেডারেশনের মধ্যে কোনো আলোচনা হয়নি।
এরপরই বেরিয়ে আসল ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদেন বলা হয়েছে, ভারতীয় কোচ হতে জাভি নয়, বরং ১৯ বছর বয়সী এক তরুণ জাভি হার্নান্দেজের নাম ব্যবহার করেও ভুয়া মেইল পাঠিয়েছে।
জাভির আবেদনের বিষয়ে এআইএফএফের জাতীয় দলের পরিচালক সুব্রত পল জানিয়েছিলেন, এটা ঠিক যে জাভির নাম সেখানে ছিল। আবেদনটি এআইএফএফকে ইমেল করা হয়েছিল। জাভি ভারতীয় ফুটবলে দায়িত্ব নিতে চাইলেও, তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হতো। যা এই মুহূর্তে আমাদের নেই।
ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে বোকা বানিয়েছেন সেই তরুণ। যদিও সেই তরুণের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি সেই প্রতিবেদনে। জাভির ভুয়া আবেদন নিয়ে বৈঠক করেছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্তারা। তবে ভুয়া আবেদনকারী তরুণের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, সেই বিষয়ে কিছুই জানাননি এআইএফএফ।
জাভি ছাড়াও ভারতীয় দলের কোচ হতে আবেদনের তালিকায় ছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার নামও। টিওআই অনুসারে, এই পদের জন্য অন্যান্য আবেদনকারীদের মধ্যে রয়েছেন ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন, ইলকো শ্যাটোরি, লিভারপুলের কিংবদন্তি হ্যারি কেওয়েল, স্লোভাকিয়ার স্টেফা তারকোভিচ, খালিদ জামিল, ব্ল্যাকবার্নের সাবেক কোচ কিবু ভিকুনা স্টিভ কিন।
আগামী মাসের শুরুতে ১৭০ জনের সংক্ষিপ্ত তালিকা করা হবে। যেখানে ভারতের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ইংলিশ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন, সাবেক ভারতীয় ফুটবলার খালিদ জামিল ও স্লোভাকিয়ার কোচ স্টেফা তারকোভিচ।
আরটিভি/এসআর