আর মাত্র কয়েক সপ্তাহ বাকি নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে। তার আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের অভিজ্ঞ ব্যাটার বেদা কৃষ্ণমূর্তি। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার শুক্রবার (২৫ জুলাই) সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় তার অবসরের ঘোষণা দেন।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় জাতীয় দলের হয়ে খেলা এই ব্যাটার লিখেছেন, বড় স্বপ্ন নিয়ে ছোট শহরের মেয়ের বেড়ে ওঠা থেকে গর্বের সঙ্গে ভারতের জার্সি পরা—এই যাত্রায় আমি যা শিখেছি এবং যে স্মৃতি তৈরি করেছি, তার জন্য ক্রিকেটের প্রতি চিরকৃতজ্ঞ। খেলা থেকে সরে দাঁড়ানোর সময় হয়েছে। তবে ক্রিকেট থেকে নয়, ভারতের পাশে সবসময় আছি।
একাধিক ছবির সঙ্গে দেওয়া পোস্টে বেদা আরও লিখেছেন, ছোট গলি থেকে উঠে এসে কখনও ভাবিনি একদিন আন্তর্জাতিক ক্রিকেটের বিশাল মঞ্চে খেলব। ক্রিকেট শুধু একটা খেলা নয়, এটি আমাকে পরিচিতি দিয়েছে, আত্মবিশ্বাস শিখিয়েছে, জীবন সংগ্রামে লড়াই করতে শিখিয়েছে।
মাত্র ১৮ বছর বয়সে ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় বেদার। সেই ম্যাচেই ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এরপর দেশের হয়ে খেলেছেন ৪৮টি ওয়ানডে ও ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে ক্যারিয়ারে তার সংগ্রহ ৮২৯ রান এবং টি-টোয়েন্টিতে ৮৭৫ রান।
বেদা কৃষ্ণমূর্তি ভারতের নারী ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্তগুলোর অংশ ছিলেন। ২০১৭ নারী বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ৭০ রানের ঝকঝকে ইনিংস ভারতকে প্রথমবারের মতো ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখে।
তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, যেখানে ভারত মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার।
অবসরের ঘোষণায় বেদা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পরিবার, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI), কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা এবং সতীর্থদের প্রতি।ভারতের জার্সিতে একটি স্মরণীয় অধ্যায় শেষ করলেও, ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক যে শেষ হচ্ছে না, সেটাই বারবার বোঝাতে চেয়েছেন বেদা কৃষ্ণমূর্তি।
আরটিভি/এসকে