বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল ইন্টার মায়ামিতে যোগ দেবেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। এবার সেই গুঞ্জনই সত্যিতে রূপ নিলো। অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে এক বছরের জন্য ধারে (লোন) মায়ামিতে যোগ দিলেন ডি পল।
শনিবার (২৬ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।
প্রাথমিকভাবে মায়ামি ও ডি পলের চুক্তিটা এক বছরের লোনে হলেও, ২০২৬ সালে তা স্থায়ী করার সুযোগ রাখা হয়েছে। আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী তারকাকে দলে পেয়ে রোমাঞ্চিত মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম।
তিনি বলেন, রদ্রিগো এমন এক খেলোয়াড়, অনেক বছর ধরে আমি যার প্রশংসা করে আসছি। যে দলের হয়েই সে খেলেছে, তাদের জন্য অনেক কিছু এনেছে– বিশেষ করে আর্জেন্টিনার জন্য। আমাদের দলেও সে অভিজ্ঞতা, আবেগ ও গুণমান যোগ করবে। মায়ামি ও এমএলএসে আরও একজন বিশ্বকাপজয়ী তারকাকে স্বাগত জানাতে আমি মুখিয়ে আছি।
এদিকে পলকে বিদায়ের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছে অ্যাথলেটিকো মাদ্রিদও। ক্যাপশনে তারা লিখেছে, ব্যক্তিগত ও পেশাদার ভবিষ্যতের জন্য আমরা রদ্রিগো ডি পলকে শুভকামনা জানাচ্ছি।
Aterriza otro campeón del mundo a Miami. Bienvenido, Rodri! 🇦🇷🤩
— Inter Miami CF (@InterMiamiCF) July 26, 2025
Read more: https://t.co/2TPKcpwS1y pic.twitter.com/26ZAb2o5lw
চার বছর স্প্যানিশ ক্লাবটিতে খেলেছেন পল। দিয়েগো সিমিওনের অধীনে ১৮৭ ম্যাচে ১৪ গোল ও ২৬ অ্যাসিস্ট করেছেন তিনি।
মায়ামিতে যোগদানে অবশ্য পারিশ্রমিকের অঙ্কটাও কম নয় আর্জেন্টাইন তারকার। গণমাধ্যমের তথ্যমতে, এই মিডফিল্ডারের দলবদল মূল্য ১৮ মিলিয়ন ডলার ধরা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০৭ কোটি ৪৬ লাখ টাকা।
আরটিভি/এসআর/এস