সাকিবকে পেছনে ফেললেন সোধি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ , ০৮:২৮ এএম


সাকিবকে পেছনে ফেললেন সোধি
ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে জিম্বাবুয়েকে ৬০ রানের ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। বড় জয়ে বিশেষ ভূমিকা পালন করেছেন স্পিনার ইশ সোধি। সেই সঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পিছনে ফেলেছেন এই কিউই ক্রিকেটার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জুলাই) আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে ১৯১ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১৩০ রানে গুটিয়ে যায় রোডেশিয়ানরা। আর এই ম্যাচে ১২ রানে ৪ উইকেট নিয়েছেন সোধি।

আরও পড়ুন

উদ্বোধনী জুটিতে ব্রায়ান বেনেতকে ১ রানেই বেভন জ্যাকবের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি। ক্লাইভ মাদানদে সোধির ঘূর্ণির শিকার হন ব্যক্তিগত ২ রানে। টপঅর্ডারে যিনি সবচেয়ে বেশি রান করেন, সেই ডিওন মেয়ার্সও (১৮ বলে ২২) সোধির শিকার হন। কিউই লেগ স্পিনার এরপর নেন টনি মুনিওঙ্গার উইকেট।

টনির উইকেট নিয়েই সোধি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। ১২৬ ম্যাচে দেড়শ উইকেট নিতে উইকেটপ্রতি ২২.৫৩ রান ও ১৬.৯৯ বল করে লেগেছে তার। অন্য ফরম্যাটের মধ্যে টেস্টে ৫৮ ও ওয়ানডেতে ৬৪ উইকেট নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোধি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড়শ উইকেটের মাইলফলক স্পর্শ করা তৃতীয় ক্রিকেটার। বাংলাদেশের সাকিব আল হাসান ১৪৯ উইকেট নিয়ে সেরা চারে রয়েছেন। পাঁচ নম্বরে থাকা মোস্তফিজুর রহমানের উইকেটসংখ্যা ১৩৯।

বিজ্ঞাপন

১৬৪ উইকেট নিয়ে সবার ওপরে সোধিরই সাবেক সতীর্থ টিম সাউদি। সাউদির লেগেছে ১২৬ ম্যাচ। আফগানিস্তানের রশিদ খানের ৯৬ ম্যাচেই শিকার ১৬১ উইকেট। 

আরটিভি/এসআর/এস

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission