আতিথেয়তার জন্য বিসিবিকে ধন্যবাদ  জানালেন: নাকভি 

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ০৮:২৮ পিএম


এসিসি সভাপতি মোহসিন নাকভি
ছবি: সংগৃহীত

ঢাকায় অনুষ্ঠিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) গুরুত্বপূর্ণ বার্ষিক সভা। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এ সভায় অংশ নিয়েছেন এসিসিভুক্ত ২৮টি দেশের প্রতিনিধিরা। যদিও ভারত ও শ্রীলঙ্কা সরাসরি অংশ নেয়নি, তারা ভার্চুয়ালি সভায় যোগ দেয়। সভা শেষে সন্তুষ্টির কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানিয়েছেন এসিসি সভাপতি মোহসিন নাকভি।

বিজ্ঞাপন

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাকভি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের মিটিং খুব ভালো হয়েছে। এসিসির ২৮টি দেশই অংশ নিয়েছে। আমি সকল সদস্যকে ধন্যবাদ জানাতে চাই, যারা এখানে উপস্থিত ছিলেন বা ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছেন।’

তিনি আরও বলেন, আমি বিসিবিকে এবং আমিনুল ভাইকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই আতিথেয়তার জন্য। তারা যেভাবে আমাদের দেখভাল করেছেন, সেটি সত্যিই প্রশংসনীয়। আজকের দিনটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। সব আয়োজনই ছিল দুর্দান্ত।

বিজ্ঞাপন

নাকভি ক্রিকেটের পরিবেশকে অরাজনৈতিক রাখার আহ্বান জানিয়ে বলেন, আমরা সবাই ক্রিকেটের জন্য কাজ করতে চাই। খেলায় রাজনীতি অনুচিত। এখানে দারুণ পরিবেশে সফল একটি মিটিং হয়েছে। আশা করি ভবিষ্যতেও আমরা এমন মিটিং করতে পারব।

সভায় ভারত ও শ্রীলঙ্কার সরাসরি অংশগ্রহণ না করাকে গুরুত্ব না দিয়ে নাকভি বলেন, কিছু দেশ ঢাকায় আসতে পারেনি—এটা স্বাভাবিক। আমি নিজেও সিঙ্গাপুরের এক মিটিংয়ে যেতে পারিনি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এসিসির ২৫টি সদস্য দেশ সরাসরি অংশ নিয়েছে। এটি খুবই ইতিবাচক বিষয়।

সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চমৎকার আয়োজন ও ব্যবস্থাপনা করা হয়। আতিথেয়তার মান এবং পেশাদারিত্বে মুগ্ধ হয়েছেন এসিসি কর্মকর্তারা। সভাপতির বক্তব্যেই উঠে এসেছে সেই সন্তুষ্টি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকায় অনুষ্ঠিত এসিসির এই সভা এশিয়ান ক্রিকেটের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিসিবির সফল আয়োজনে আবারও প্রমাণ হয়েছে, বাংলাদেশ শুধু খেলোয়াড় উৎপাদনেই নয়, আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনেও বিশ্বাসযোগ্য এবং দক্ষ আয়োজক।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission