লিভারপুলে থাকাকালীন নো লুক পাশ দিয়ে আলোচনা তৈরি করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। ইংলিশ জায়ান্টদের সঙ্গে বনাবনি না হওয়ায় পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবের ক্লাব আল আহলিতে। এবার সৌদি আরবে ছেড়ে কাতারের সফল ক্লাব আল সাদে পাড়ি জমাচ্ছেন তিনি।
বুধবার (২৪ জুলাই) ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ফিরমিনোর সঙ্গে চুক্তির ঘোষণা দেয়। ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত আল সাদের হয়ে মাঠ মাতাবেন ৩৩ বছর বয়সী এই তারকা ।
ক্লাবটির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ফিরমিনোর স্বাগত ভিডিও পোস্ট করে জানানো হয়, ফিরমিনো এখন আল সাদের খেলোয়াড়।
গত মৌসুমে আল আহলি-র হয়ে ফিরমিনো খেলেছেন ৩১টি ম্যাচ। গোল করেছেন ১২টি, অ্যাসিস্ট করেছেন ১০টি। সৌদির লিগে এটি ছিল যথেষ্ট উজ্জ্বল এক মৌসুম, যেখানে নিজের সৃজনশীলতা ও গোল করার দক্ষতা দিয়ে তিনি নজর কাড়েন।
আরটিভি/এসআর