বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ০৮:১৯ এএম


বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন মাহমুদউল্লাহ
ছবি: এএফপি

দীর্ঘদিন ধরেই সাবেক ক্রিকেটারদের রেফারিংয়ে আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া রেফারিদের দুই দিনের প্রশিক্ষণ ও কর্মশালায় যোগ দিতে সদ্য অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদকে আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। কিন্তু তাতে সাড়া দেননি তিনি।

বিজ্ঞাপন

বিসিবি সূত্রে জানা গেছে, বিসিবির আম্পায়ার্স বিভাগ থেকে সভায় যোগ দেওয়ার বিষয়ে যোগাযোগ করা হলে মাহমুদউল্লাহ তাদের বলেছেন, আপাতত ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ ধরে রাখতে চাইছেন তিনি।

দেশের হয়ে সব মিলিয়ে ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। টেস্ট ও ওয়ানডেতে ভারপ্রাপ্ত আর টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ বছর চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকেই অবসরের কথা জানান মাহমুদউল্লাহ। তবে এখনো ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহ ছাড়াও এই প্রশিক্ষণ ও কর্মশালায় জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারকেই আমন্ত্রণ জানিয়েছিল ক্রিকেট বোর্ড। তাদের মধ্যে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, আবদুর রাজ্জাক, ধীমান ঘোষ, ফজলে মাহমুদ, নাঈম ইসলাম, ইলিয়াস সানিরা। 

বিজ্ঞাপন

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার দীর্ঘদিন বিসিবির নির্বাচক ছিলেন। এখনো বিসিবিতেই আছেন তিনি—নারী উইং হয়ে এখন কাজ করছেন গেম ডেভেলপমেন্ট বিভাগে। আবদুর রাজ্জাক এখন নির্বাচক হিসেবে কাজ করছেন। রেফারি হতে আগ্রহী মোট ৩০ জন প্রথম শ্রেণির ক্রিকেটার এতে অংশ নেবেন।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission