সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক পারফরম্যান্স করে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা। শিরোপা নির্ধারণী ম্যাচে তারা নেপালকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে। এমন দাপুটে জয়ে মেয়েদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২১ জুলাই) ম্যাচ শেষে এই বার্তা জানিয়েছেন তিনি।
অভিনন্দন বার্তায় আসিফ মাহমুদ বলেন, এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের নারী ফুটবলকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
তিনি আরও বলেন, এই অদম্য স্পৃহা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তারা আরও ভালো করবে এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলে আাশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা।
উল্লেখ্য, সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের গত আসরের ফাইনালের নাটকীয়তায় ভারতের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল। তবে এবার ভারত অংশ না নেওয়ায় সাগরিকাদের কাছে চ্যালেঞ্জ ছিল ট্রফি ধরে রাখার। যেখানে পুরোপুরি সফল হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ঘরের মাঠে পুরো টুর্নামেন্টে দাপটে দেখিয়ে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে সাফে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে চার গোল করেছেন সাগরিকা। পুরো টুর্নামেন্টে আট গোল করেছেন তিনি।
আরটিভি/এসআর