গ্লোবাল সুপার লিগের শুরুটা ভালো করলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি সাকিব আল হাসান। সেই সঙ্গে ফাইনালে উঠতে পারেনি তার দল দুবাই ক্যাপিটালস। এবার ক্যারিবিয়ান অঞ্চলের নতুন টি-টেন টুর্নামেন্ট ম্যাক্স সিক্সটি লিগে খেলতে নামবেন সাকিব।
এই লিগে যুক্তরাষ্ট্রভিত্তিক দল মায়ামি ব্লেজের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আর বিশ্বসেরা এই ক্রিকেটারকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে মায়ামি ব্লেজ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মায়ামি ব্লেজের পক্ষ থেকে সাকিবকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাকিবের মায়ামি ব্লেজ মুখোমুখি হবে বোকা রেটন ট্রেইলব্লেজার্স দলের। যেখানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। বাংলাদেশ সময় ১টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
ক্যারিবিয়ান অঞ্চলের এই টি-টেন ফ্র্যাঞ্চাইজি লিগের এটি দ্বিতীয় আসর। প্রথমবার ৫টি দল অংশ নিলেও এবার বাড়িয়ে করা হয়েছে ৭টি। সপ্তাহব্যাপী চলা এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ জুলাই।
🔥 BUILT TO LEAD. READY TO CONQUER. 🔥
— Miami blaze (@miami_blaze) July 16, 2025
Presenting our captain – SHAKIB AL HASAN 🏏💥
With fire in his game and steel in his leadership, he’s set to blaze the trail for Miami Blaze!#MiamiBlaze #CaptainAnnouncement #ShakibAlHasan #BoundByFire #BlazeForGlory #Max60 pic.twitter.com/MP8tqsqcPw
যেভাবে দেখবেন খেলা
এই টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার হবে বাংলাদেশসহ বেশ কয়েকটির দেশে। সেগুলো হলো, অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস, বাংলাদেশের টি-স্পোর্টস, ওয়েস্ট ইন্ডিজের ফ্লোস্পোর্টস, শ্রীলঙ্কার সুপ্রিম টিভি, পাকিস্তানের তামাশা ও মার্কিন যুক্তরাষ্ট্রর টিএনটি স্পোর্ট।
এ ছাড়াও ভারতের ডিজিটাল প্লাটফর্ম ফ্যানকোডের ওয়েবসাইট ও অ্যাপে ম্যাচগুলো সম্প্রচার করা হবে।
আরটিভি/এসআর -টি