আসন্ন ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন নেইমার জুনিয়র। চোটের সঙ্গে লড়াই করে আবারও মাঠে ফিরলেও নিজের সেরাটা দিতে আরও সময় লাগবে এই ব্রাজিলিয়ান সুপারস্টারের। তবে যে টুকু সময় মাঠে থাকছেন নিজের দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছেন তিনি।
সবশেষ বুধবার (১৬ জুলাই) রাতে মাঠে নেমেছিলেন নেইমার। যেখানে ৮৪তম মিনিটে গিলহারমের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে দুর্দান্ত টার্ন নেন নেইমার। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বল জালে জড়ালে সান্তোসের জয় নিশ্চিত করেন তিনি।
ম্যাচ শেষে নিজের ফিটনেস নিয়ে নেইমার বলেন, আমি এখনো পুরোপুরি ফিট নই। তবে উন্নতি করছি। প্রতিটি ম্যাচেই আমি পুরো ৯০ মিনিট খেলতে চাই। সেটা করতে গেলে নিয়মিত ম্যাচ ও অনুশীলনের প্রয়োজন আছে।
প্রতিপক্ষ ও নিজের দল নিয়ে তিনি বলেন, ফ্লামেঙ্গো সত্যিই দুর্দান্ত দল। আক্রমণ-রক্ষণ দুই দিকেই তারা ভারসাম্য রেখে খেলে। তবে আজ আমরা দেখিয়ে দিয়েছি, আমরা যেই অবস্থানে আছি, তার চেয়ে অনেক ভালো দল।
সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষেই রয়েছে ফ্লামেঙ্গো। ১৩ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট পাওয়া সান্তোস উঠে এসেছে টেবিলের ১৩তম স্থানে।
উল্লেখ্য, গত বছর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেলে মাঠের বাইরে চলে যান নেইমার। প্রায় এক বছর পর আবারও মাঠে ফিরেছেন তিনি।
আরটিভি/এসআর