ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে নিজেকে দেশের ক্রীড়াঙ্গনের পোস্টারবয় হিসেবে পরিচিত করে তুলেছেন সাকিব আল হাসান। প্রায় এক বছর হতে চলেছে জাতীয় দলে নেই তিনি। কিন্তু তার অভাব এখনও হাড়েহাড়ে টের পাচ্ছে বাংলাদেশ। এ জন্য হয়তো সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, সাকিব দলে থাকলে একটু নিশ্চিন্তে থাকি।
পাপনের সেই কথাটাই যেন মনে করিয়ে দিলেন বর্তমানে টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মঙ্গলবার (১৫ জুলাই) দল নিয়ে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, সাকিব আল হাসান না থাকায় বিলাসিতারও সুযোগ নেই।
সালাউদ্দিন বলেন, আমাদের লাক্সারি করার সুযোগ থাকে না। অনেক সময় ব্যাটার শর্টেজ, অনেক সময় বোলার শর্টেজ। সাকিব থাকাকালে লাক্সারির সুযোগ ছিল, একটা এক্সট্রা ব্যাটার বা বোলার খেলাতে পারতাম।
তিনি আরও বলেন, দলের শক্তি অনুযায়ী আমাদের চলতে হয়। সেভাবেই টিম সেটআপ করি। আমরা জানি নাসুমকে খেলালে বেনিফিট হতে পারে, কিন্তু তখন হয়ত রিশাদকে বসাতে হবে বা অন্য কাউকে। সব দিকে ব্যালেন্স করে দল করতে হয়।
‘যেহেতু ব্যাটিংয়েও তাকাতে হয়, ব্যাটার কতজন আছে, কে ফর্মে বা অফ ফর্মে আছে। এ কারণে বলব যেটাই চেষ্টা করি সবাই মিলেই করি। চেষ্টা করি সম্ভাব্য সেরা একাদশ খেলানোর।’
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হয়েছেন সালাউদ্দিন। প্রাথমিকভাবে তার মেয়াদ ছিল ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত, যা পরবর্তীতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে।
আরটিভি/এসআর -টি