গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের বিপিএলকে নতুনভাবে সাজাতে চেয়েছিলেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কিন্তু না ইস্যুতে টুর্নামেন্টটির ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আসর হিসেবে পরিচিত পেয়েছিল। চলতি বছরের শেষ দিকে আবারও মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল।
তবে এবার সেই ব্যর্থতা ও সমালোচনাকে পাশ কাটিয়ে বিপিএলকে জনপ্রিয় করতে নতুন শুরুর আশ্বাস দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির চেয়ারম্যান মাহবুব আনাম ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এ জন্য সোমবার (১৫ জুলাই) তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটারদের কাছ থেকে পরামর্শ নিয়েছে বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিল।
বিপিএল নিয়ে আলোচনা করতে মিরপুরে এসেছিলেন তামিম, মুশফিক, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় ও জাকির হাসানরা। ‘বিপিএল প্লেয়ার্স মাইক’ নামের সভায় ভিডিও কলে তাদের সঙ্গে যুক্ত ছিলেন নাজমুল হোসেন শান্তও।
বোর্ড পরিচালকদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম, সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম এবং আকরাম খানসহ বিসিবির পরিচালকরা।
সভায় বিপিএলের বর্তমান চ্যালেঞ্জ, কোন কোন জায়গায় উন্নতি করা যায় এসব নিয়ে নিজেদের পরামর্শ ও মতামত দিয়েছেন তামিম-মুশফিকরা। এ ছাড়াও বিভিন্ন মিডিয়া হাউজের সাংবাদিকদের সঙ্গে বিপিএলের উন্নতি নিয়ে আলোচনা করবে গভর্নিং কাউন্সিল।
আরটিভি/এসআর