ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ০৮:১২ পিএম


ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বর্তমানে তরুণদের কাছে জনপ্রিয়তার শীর্ষে ইলেকট্রনিক স্পোর্টস বা ই-স্পোর্টস। তাই এবার  ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সোমবার (১৪ জুলাই) এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ই-স্পোর্টসকে সম্ভাব্য অলিম্পিক ডিসিপ্লিন হিসেবে বিবেচনায় নেওয়ার ঘোষণা দেয়ার পর অনেক দেশই এর উন্নয়নে সরকারি উদ্যোগ নিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সরকারি স্বীকৃতির ফলে ই-স্পোর্টস খেলোয়াড়রা পাবেন ক্রীড়া ভাতা, প্রশিক্ষণ সুবিধা, ক্রীড়া সংক্রান্ত পুরস্কার ও অনুদানসহ অন্যান্য সুবিধা। এছাড়া দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও গেমিং ক্লাব ও প্রতিযোগিতা আয়োজন সহজ হবে।

বিজ্ঞাপন

এদিকে ই-স্পোর্টস পরিচালনা প্রণয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অতিরিক্ত সচিব ড. মো. সাইফুল আলম ও তিনজন সদস্য।   

বিজ্ঞাপন

আরটিভি/এসআর -টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission