ইতিহাস গড়ে উইম্বলডনের নতুন রানি সিওনতেক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১২ জুলাই ২০২৫ , ১১:১৯ পিএম


ইগা সিওনতেক
ছবি: সংগৃহীত

টেনিসের রাজকীয় মঞ্চে অবশেষে পূর্ণতা পেল ইগা সিওনতেকের গ্র্যান্ড স্লাম সংগ্রহ। এর আগে পাঁচটি গ্র্যান্ড স্লাম ট্রফি জিতলেও উইম্বলডনের ঐতিহ্যবাহী ‘ভেনাস রোজওয়াটার ডিশ’ ছিল তার অধরাই। এবার সেই অপূর্ণতা ঘুচিয়ে পোল্যান্ডের এই তারকা নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।

বিজ্ঞাপন

রোববার উইম্বলডনের নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিতেছেন সিওনতেক। মাত্র ৫৭ মিনিটে প্রতিপক্ষকে একটিও গেম জিততে না দিয়ে জয় নিশ্চিত করেন তিনি, যা গ্র্যান্ড স্লাম ইতিহাসের অন্যতম দাপুটে ফাইনাল পারফরম্যান্স।

এটি ছিল গ্র্যান্ড স্লাম ইতিহাসে মাত্র তৃতীয়বার, কোনো নারী খেলোয়াড় ফাইনালে ‘ডাবল ব্যাগেল’ (৬-০, ৬-০) স্কোরে জয় পেলেন। এর আগে ১৯১১ সালে উইম্বলডনে ডোরা বুথবিকে এমন ব্যবধানে হারিয়েছিলেন ডরোথি ল্যাম্বার্ট-চ্যাম্বার্স এবং ১৯৮৮ সালে ফ্রেঞ্চ ওপেনে নাতাশা জভেরেভাকে হারিয়েছিলেন কিংবদন্তি স্টেফি গ্রাফ।

বিজ্ঞাপন

অষ্টম বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করে দুর্দান্ত ছন্দে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে এগিয়ে গেছেন সিওনতেক। শেষ পর্যন্ত ফাইনালে নিজের শ্রেষ্ঠ ফর্মে পৌঁছে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম উইম্বলডন শিরোপা।

আরও পড়ুন

এই জয়ের মধ্য দিয়ে ২৩ বছর বয়সী পোলিশ তারকার গ্র্যান্ড স্লাম সংখ্যা এখন ছয়ে দাঁড়াল। সিওনতেকের এই কীর্তি শুধু তার ক্যারিয়ারের নতুন মাত্রা নয়, বরং বিশ্ব টেনিসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission