আন্তর্জাতিক ক্রিকেটে ফের নিয়ম ভাঙলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে চলমান তৃতীয় টেস্টে জাতীয় সঙ্গীতের সময় সাদা জার্সির নিচে লাল রঙের গেঞ্জি পরতে দেখা যায় তাকে। যা স্পষ্টতই আইসিসির পোশাকবিধির ১৯.৪৪ ধারার পরিপন্থী।
আইসিসি নিয়ম অনুযায়ী, টেস্ট ম্যাচে খেলোয়াড়দের সাদা জার্সির নিচে যদি অন্য কোনো পোশাক পরে থাকেন, তা দৃশ্যমান হলে সেটির রংও সাদা হতে হবে। অন্য কোনো রঙের গেঞ্জি বা পোশাক পরে মাঠে নামা নিষিদ্ধ।
লর্ডসে টসের সময় থেকেই শুভমানের জার্সির নিচে লাল গেঞ্জির অংশ দৃশ্যমান ছিল। পরে জাতীয় সঙ্গীত চলাকালে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে গলার বোতাম আটকে গেঞ্জির রং ঢেকে দেন তিনি। ফলে ফের শাস্তি থেকে রেহাই পান এই ডানহাতি ব্যাটার।
এর আগে, সিরিজের প্রথম টেস্টে শুভমান কালো মোজা পরে মাঠে নেমেছিলেন। সেটিও ছিল আইসিসির নিয়মবিরোধী। তবে তখন তাকে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল। কারণ সেটি ছিল প্রথমবারের মতো। কিন্তু এবার একই ধরনের ভুল আবার করায় শাস্তি হতে পারত। যদিও দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে গেঞ্জি ঢেকে ফেলায় শাস্তি এড়াতে পেরেছেন তিনি।
ভারতীয় অধিনায়কের এই অনিয়ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলেছেন একাধিকবার নিয়ম ভাঙার পরও কীভাবে তিনি শাস্তি এড়িয়ে যাচ্ছেন। এ নিয়ে আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
আরটিভি/এসকে