রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লামের লক্ষ্য নিয়ে উইম্বলডনে অংশ নিয়েছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু সেমিফাইনালে সিনারের কাছে হেরে অল ইংল্যান্ড ক্লাবে রেকর্ড ছোঁয়া অষ্টম শিরোপায় চোখ রাখা এই তারকাকে বিদায় নিতে হয়েছে। ২০১৭ সালের পর প্রথমবারের মতো ফাইনালে থাকছেন না এই সার্বিয়ান।
সেই সঙ্গে প্রথমবার উইম্বলডন ফাইনালে বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার। টানা চতুর্থ গ্র্যান্ড স্লাম ফাইনালে তিনি প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন কার্লোস আলকারাজকে।
শুক্রবার (১২ জুলাই) সেন্টার কোর্টে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে জোকোভিচকে হারান সিনার। ২৩ বছর বয়সী এই তারকা গত মাসে ফ্রেঞ্চ ওপেনের মহাকাব্যিক ফাইনালের হারের শোধ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
বিশ্বের দুই নম্বর র্যাঙ্কিংধারী আলকারাজের কাছে রোলাঁ গারোঁর ফাইনালে হেরে যান সিনার। বর্তমানে পুরুষ টেনিসে সিনার-আলকারাজ দ্বৈরথ অন্যমাত্রা তৈরি করেছে। গত ছয়টি মেজর দুজনে মিলে ভাগাভাগি করেছেন।
আলকারাজ দিনের প্রথম সেমিফাইনালে টেলর ফ্রিজকে ৬০৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৬) গেমে হারান। ম্যাচটি ২ ঘণ্টা ৪৯ মিনিট স্থায়ী হয়। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো আলকারাজ উইম্বলডনের ফাইনালে উঠলেন।
আরটিভি/এসআর