২০২৫ আইপিএল আসরে টিকিট বিতরণে দুর্নীতির অভিযোগে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সভাপতি জগন মোহন রাওসহ পাঁচ শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে তেলাঙ্গানা সিআইডি। অভিযোগে বলা হয়েছে, রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের হোম ম্যাচগুলোর টিকিট বিতরণে স্বচ্ছতা ছিল না এবং ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া পাঁচ কর্মকর্তার মধ্যে রয়েছেন এইচসিএ’র সিইও সুনীল কান্তে, কোষাধ্যক্ষ জেএস শ্রীনিবাস রাও, শ্রী চক্র ক্লাবের সভাপতি জি কবিথা এবং সাধারণ সম্পাদক রাজেন্দ্র যাদব। মূল অভিযুক্ত এইচসিএ সভাপতি জগন মোহন রাওয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের ক্ষমতা ব্যবহার করে নির্ধারিত টিকিট বিতরণ প্রক্রিয়ায় অনিয়ম করেন এবং ফ্র্যাঞ্চাইজিকে ভয় দেখিয়ে টিকিট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন।
বিশেষ করে গত ২৭শে মার্চ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে হায়দরাবাদের ম্যাচে রাজীব গান্ধী স্টেডিয়ামের এফ৩ কর্পোরেট বক্স তালাবদ্ধ করে রাখা হয়, যেটি নির্ধারিত ছিল লখনৌ ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েনকার জন্য। এই ঘটনার পরেই ফ্র্যাঞ্চাইজি পক্ষ থেকে অভিযোগ আনা হয়।
তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ দেন। তদন্তে উঠে আসে বিস্ফোরক তথ্য—এইচসিএ কর্তৃপক্ষ নিজেদের পদের অপব্যবহার করে ফ্র্যাঞ্চাইজিদের ওপর চাপ প্রয়োগ করছিল। এমনকি কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে ব্ল্যাকমেইল ও বলপ্রয়োগের ঘটনাও ঘটেছে।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পরই পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। আইপিএলের মতো বড় মঞ্চে এমন দুর্নীতির অভিযোগে ক্রিকেট মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আরটিভি/এসকে