ঘরোয়া ক্রিকেটকে বলি দিয়ে বাবর-শাহিনদের মাথায় তুলল পিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ১২:২২ পিএম


ঘরোয়া ক্রিকেটকে বলি দিয়ে বাবর-শাহিনদের মাথায় তুললো পিসিবি
ছবি: এএফপি

ব্যর্থতার বৃত্তে আটকে পড়েছে পাকিস্তান ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকে বিদায়, দ্বিপাক্ষিক সিরিজেও সাফল্যের খরা, ঘরের মাঠে বাংলাদেশর কাছে হার, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ড্র—সব মিলিয়ে হতাশার পর হতাশা। 

বিজ্ঞাপন

তবু কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। নতুন কেন্দ্রীয় চুক্তিতে ২৫ জনের বদলে অন্তর্ভুক্ত হচ্ছেন ৩০ জন ক্রিকেটার। তাদের বেতন বাড়ছে ৩৭ শতাংশ হারে। এ বাবদ বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৩৬ কোটি টাকা। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে।

আরও পড়ুন

এদিকে, বাজেটের অভাবে প্রাণ হারাতে বসেছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট। আগে যেখানে ঘরোয়া ক্রিকেটের জন্য ২১ কোটি টাকা বরাদ্দ থাকত, সেখানে তা কমিয়ে ১৩ কোটি ৫০ লাখ টাকায় আনা হয়েছে।

অপরদিকে, ১২টি ঘরোয়া মাঠ রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ মাত্র ২ কোটি টাকা। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির তিনটি আন্তর্জাতিক ভেন্যুর জন্য আলাদা করে বাজেট রাখা হলেও, বাকিগুলোর ভাগ্যে থাকছে না পর্যাপ্ত অর্থ।

বিজ্ঞাপন

নারী ক্রিকেটেও কেন্দ্রীয় চুক্তিতে পিসিবির ঢিলেঢালা ভাব। যদিও কেন্দ্রীয় চুক্তির সংখ্যা বাড়িয়ে ১৬ থেকে ২৪ জনে উন্নীত করা হয়েছে, কিন্তু বেতন বাড়ানো হয়েছে মাত্র ৪ শতাংশ। নারী দলের জন্য বরাদ্দ মাত্র ১১ কোটি টাকা।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission