জোড়া গোলে মেসির নতুন রেকর্ড 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ১১:৪৮ এএম


জোড়া গোলে মেসির নতুন রেকর্ড 
মেসির গোল উপযাপন। ছবি: এএফপি

ক্লাব বিশ্বকাপে নিজের সেরাটা না দিতে পারলেও মেজর লিগ সকারে (এমএলএস) রীতিমতো উড়ছেন লিওনেল মেসি। টানা চার ম্যাচে জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। সবশেষ নিউইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জয় এনে দিয়ে রেকর্ড গড়েছেন মেসি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ জুলাই) নিউ ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি। যেখানে জোড়া গোল করেছেন মেসি। এতে এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করলেন মেসি। 

গত মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে শুরু হয় মেসির গোলের এই যাত্রা। এরপর কলম্বাস, আবার মন্ট্রিয়ল এবং আজ নিউ ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করলেন। তাতে লিগে টানা পাঁচ ম্যাচে অপরাজিত মেসির দল। জয় চারটিতে, ড্র একটি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

মেসি দুটি গোলই করেছেন ম্যাচের প্রথমার্ধে। জিলেট স্টেডিয়ামে ম্যাচের ২৭তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে বাঁ পায়ের শটে প্রথম গোলটি করেন। এরপর ৩৮তম মিনিটে সের্হিও বুসকেটসের লম্বা পাস ধরে দারুণ এক শটে নিজের দ্বিতীয় গোলটি পেয়েছেন।

বিজ্ঞাপন

এমএলএসে মেসির গোল সংখ্যা ১৫ ম্যাচে ১৪টি। গোলদাতাদের তালিকায় দ্বিতীয় মেসি ন্যাশভিলের স্যাম সারিজের চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে। যদিও সারিজ মেসির চেয়ে ৬ ম্যাচ বেশি খেলেছেন।

বিজ্ঞাপন

Screenshot_2025-07-10_114826

ইন্টার মায়ামির অভিজ্ঞ গোলরক্ষক অস্কার উস্তারিও এদিন জয়ে বড় ভূমিকা রেখেছেন। ৬টি গুরুত্বপূর্ণ সেভ করেছেন এই গোলরক্ষক। তবে নিউ ইংল্যান্ডের স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস গিল ৭৯তম মিনিটে একটি গোল শোধ করেন।

এই জয়ে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। তাদের পয়েন্ট ৩৫, শীর্ষে থাকা সিনসিনাটির চেয়ে ৭ পয়েন্ট কম। তবে মায়ামি তাদের চেয়ে তিন ম্যাচ কম খেলেছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission