মায়ের চিকিৎসায় তহবিল নয়, দোয়া চান ঋতুপর্ণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ১০:৫০ এএম


মায়ের চিকিৎসায় তহবিল নয়, দোয়া চান ঋতুপর্ণা
মায়ের সঙ্গে ঋতুপর্ণা । ছবি: ফেসবুক থেকে নেওয়া

ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। তার মা বোজপুতি চাকমা অসুস্থ। তবে এই মুহূর্তে আর্থিক সহায়তা নয়, সবার কাছে মায়ের সুস্থতার জন্য দোয়া ও আশীর্বাদ চেয়েছেন ঋতুপর্ণা।

বিজ্ঞাপন

এশিয়ান কাপ বাছাইয়ে দলের সঙ্গে ঢাকায় ফেরার পরই ভুটানে ফিরে গেছেন তিনি। সেখানে ক্লাব পর্যায়ে পরো এফসির হয়ে খেলছেন ন্যাশনাল উইমেন্স লিগে।

আরও পড়ুন

এই ব্যস্ততার মাঝেও গণমাধ্যমে মায়ের অসুস্থতা নিয়ে প্রকাশিত কিছু খবরে কিছুটা বিরক্ত ও হতাশ তিনি। বিশেষ করে কিছু প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ সংকটের কারণে তার মায়ের চিকিৎসা ব্যাহত হচ্ছে, যা সঠিক নয় বলে জানিয়েছেন ঋতুপর্ণা।

নিজের ভেরিফায়েড ফেসবুক ঋতুপর্ণা লিখেছেন, এই কঠিন সময়ে আমার এবং আমার পরিবারের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাদের উদ্বেগ সত্যিই আশীর্বাদ। এই মুহূর্তে তহবিল নয়, আমরা কেবল আমার মায়ের জন্য আপনাদের দোয়া ও আশীর্বাদ চাই। দয়া করে আমার মায়ের সুস্থতা কামনায় প্রার্থনা করুন। 

বিজ্ঞাপন

রাঙামাটিতে বসবাস করে ঋতুপর্ণার পরিবার। সেখানকার সংবাদকর্মীরা তার মায়ের সঙ্গে কথা বলে পারিবারিক পরিস্থিতি তুলে ধরেন সংবাদে। তবে এসব খবরে যেন কোনো ভুল তথ্য বা গুজব না ছড়ায়, সেই অনুরোধও জানিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission