পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে এবং এবারের দলটি বেশ তরুণ ও পরীক্ষামূলক। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, তার নেতৃত্বে থাকবেন সালমান আলি আগা।
সপাকিস্তানের তিন তারকা খেলোয়াড় দল থেকে বাদ পড়েছেন। তারা হলেন, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি। তারা সিরিজে অংশ নিচ্ছেন না, যা আগেই আলোচনায় ছিল, এবার আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেছে পিসিবি।
সম্ভাব্য অভিষেক: সালমান মির্জা (পেসার), আহমেদ দানিয়াল (পেসার)। এই দুই তরুণ পেসার পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টিতে ভালো পারফরম্যান্স করেছেন এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো খেলেও নজর কেড়েছেন।
সিরিজের সূচি (স্থান: মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম):
প্রথম টি-টোয়েন্টি: ২০ জুলাই ২০২৫
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২২ জুলাই ২০২৫
তৃতীয় টি-টোয়েন্টি: ২৪ জুলাই ২০২৫
সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এই সিরিজটি তরুণদের প্রমাণ করার দারুণ সুযোগ হয়ে উঠতে পারে এবং বাংলাদেশ দলের জন্যও এক নতুন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। চাইলে আমি পাকিস্তানের পূর্ণ স্কোয়াড তালিকাও দিতে পারি।
পাকিস্তানে স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নেওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মুকিম।
আরটিভি/এসকে