চলতি বছরের শুরুতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সিইওর পদ থেকে সরে দাঁড়ান অস্ট্রেলিয়ার জেফ অ্যালারডাইস। তার জায়গায় নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হলেন ভারতের ক্রীড়া ও মিডিয়া জগতের পরিচিত মুখ সঞ্জোগ গুপ্ত।
সোমবার (৭ জুলাই) এক বিবৃতিতে তাকে সিইও হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)।
আইসিসি জানিয়েছে, এই পদে নিয়োগের জন্য ২৫টি দেশ থেকে ২৫০০টির বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে ১২ জন প্রার্থীকে শর্টলিস্ট করা হয়।
আইসিসির সিইও নিয়োগে দায়িত্বপ্রাপ্ত নমিনেশন কমিটিতে ছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন, এসএলসি প্রেসিডেন্ট শামি সিলভা, এবং বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।
তাদের সুপারিশে আইসিসির চেয়ারম্যান জয় শাহ সঞ্জোগ গুপ্তকে নিয়োগে অনুমোদন দেন। এরপর থেকে আলোচনা শুরু হয়েছে সেই সঞ্জোগ গুপ্ত?
জানা গেছে, ২০০২ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স সহ ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন সঞ্জয় গুপ্ত। তার ক্যারিয়ার শুরু হয়েছিল সাংবাদিক হিসেবে দিল্লির ‘দ্য ট্রিবিউন’ পত্রিকায়।
২০১০ সালে তিনি স্টার ইন্ডিয়াতে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন এবং কনটেন্ট, প্রগ্রামিং ও স্ট্র্যাটেজির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। ২০২০ সালে তিনি ডিজনি ও স্টার ইন্ডিয়ার স্পোর্টস সিইও হন। সেখানে তিনি ৪ বছর দায়িত্ব পালন করেছেন।
এরপর ২০২৪ সালের নভেম্বরে ভায়াকম১৮ ও ডিজনি স্টার এর সংযুক্তিকরণের পর গঠিত নতুন প্রতিষ্ঠান জিও স্টারে স্পোর্টস এন্ড লাইভ এক্সপেরিয়েন্স এর সিইও হন তিনি।
ভারতের আধুনিক স্পোর্টস ইকোসিস্টেম গঠনে তার অবদানের জন্য তাকে ‘আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান স্পোর্টস’ বলা হয়। ভারতের আইপিএল, প্রো কাবাডি লিগ, ইন্ডিয়ান সুপার লিগ এবং আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির জনপ্রিয়তা বাড়াতে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি।
আরটিভি/এসআর -টি