১১২ বছরের রেকর্ড ভাঙলেন প্রোটিয়া অধিনায়ক মুল্ডার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ০১:০২ পিএম


উইয়ান মুল্ডার
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় সারির দল নিয়ে খেলেতে এসেও ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় টেস্টে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েই ব্যাট হাতে ঝলক দেখালেন অলরাউন্ডার উইয়ান মুল্ডার। প্রথম দিনেই তিনি দুর্দান্ত এক দ্বিশতক তুলে নিয়েছেন। যার মাধ্যমে মুল্ডার ভেঙে দিয়েছেন ১১২ বছর আগের রেকর্ড।

বিজ্ঞাপন

বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনেই বড় রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৮৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ৪৬৫ রান। এই বিশাল সংগ্রহের মূল নায়ক অধিনায়ক মুল্ডার, যিনি ২৫৯ বল খেলে ২৬৪ রানে অপরাজিত আছেন। এই ইনিংসে শতক পূর্ণ করেন মাত্র ১১৬ বলে আর দ্বিশতক স্পর্শ করেন ২১৪ বলে। 

অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলার কৃতিত্ব এখন মুল্ডারের। সেই সাথে ভেঙেছেন ১৯১৩ সালে হার্বি টেলরের গড়া ১০৯ রানের রেকর্ড। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টের প্রথম দিনেই দ্বিশতক হাঁকানো তৃতীয় ব্যাটারও তিনি। তার আগে এই কীর্তি গড়েছেন গ্রায়েম স্মিথ ও গ্যারি কার্স্টেন। 

বিজ্ঞাপন

মুল্ডারের সঙ্গে দিন শেষ করেছেন ডিওয়াল্ড ব্রেভিস। যিনি ১৬ বল খেলে ১৫ রানে অপরাজিত আছেন। এছাড়া ব্যাট হাতে অর্ধশতক করেছেন ডেভিড বেডিংহ্যাম (৮২) ও লুয়ান-ড্রে প্রিটোরিয়াস (৭৮)।

জিম্বাবুয়ের হয়ে বল হাতে সবচেয়ে সফল তানাকা চিভাঙ্গা। তিনি তুলে নিয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন কুন্দাই মাটিগিমু ও ওয়েলিংটন মাসাকাদজা। 

আরও পড়ুন

মুল্ডারের ব্যাটে ভর করে প্রথম দিনেই ম্যাচের দখল নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। এখন দেখার বিষয়, ইতিহাস গড়া এই ইনিংস দলকে জয়লাভের পথে কতটা এগিয়ে দিতে পারে। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission