বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল তার ১৮তম জন্মদিন বেশ গোপনীয়ভাবে উদযাপন করতে যাচ্ছেন। ১৩ জুলাই প্রাপ্তবয়স্ক হতে যাওয়া এই তরুণ তার বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে পরিকল্পনা করেছেন বিলাসবহুল আয়োজন। তবে অতিথিদের জন্য থাকছে বেশ কড়াকড়ি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কোপ’ জানিয়েছে, জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীদের কিছু শর্ত মানতে হবে। যেমন, অনুষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা, ছবি বা ভিডিও শেয়ার না করা, আয়োজক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিছু প্রকাশ না করা ইত্যাদি।
এই জন্মদিনকে ঘিরে ইবিজার কোনো বিলাসবহুল রিসোর্টে আয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মিউজিক, বিশেষ খাবার ও নিরাপত্তায় থাকবে বাড়তি নজর।
সম্প্রতি তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চলা বিতর্কের মাঝে জন্মদিনের এই কড়া নিরাপত্তা ও গোপনীয়তাকে অনেকে দেখছেন সচেতন পদক্ষেপ হিসেবে। সাংবাদিক ভিক্টর নাভারো জানিয়েছেন, খুব সতর্কতার সঙ্গে ভিআইপি অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। গোপনীয়তা রক্ষার্থে নির্ধারিত ভেন্যু জানানো হবে অনুষ্ঠানের দুয়েকদিন আগে।
উদ্দেশ্য একটাই অনলাইনে ছবি বা ভিডিও যাতে ফাঁস না হয়। বিশাল এই আয়োজনে যোগ দেবেন একঝাঁক তারকা ফুটবলার ও ভিআইপি অতিথি। তাই বাড়তি নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত। ইতোমধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইয়ামালের নতুন জার্সি নম্বর—বার্সেলোনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি। রোনালদিনিয়ো ও মেসির মতো কিংবদন্তিদের পর এবার ইয়ামালের গায়ে উঠতে যাচ্ছে এই আইকনিক নম্বর। আনসু ফাতির মোনাকোতে ধারে চলে যাওয়ার পর থেকেই এই জার্সির উত্তরাধিকারী হিসেবে ইয়ামালকেই ভাবছে ক্লাবটি।
এদিকে লামিনে ইয়ামালের জন্মদিনের দিনই জন্মদিন পড়েছে তার ঘনিষ্ঠ বন্ধু নিকো উইলিয়ামসেরও। অ্যাথলেটিক ক্লাব ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পথে থাকা এই স্প্যানিশ ফরোয়ার্ডের জন্মদিনও ইবিজাতেই উদযাপন হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে দুজনের বন্ধুত্ব এবং একই দিনে জন্মদিন হওয়ায় ভক্তদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি আসন্ন ২০২৫-২৬ মৌসুমের সূচি প্রকাশ করেছে লা লিগা। আগামী ১৭ আগস্ট ম্যালোরকার বিপক্ষে ম্যাচ দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা নতুন মৌসুম শুরু করবে। এর আগে জুলাই মাসেই স্কোয়াডে থাকা ফুটবলারদের রিপোর্ট করতে বলবে ক্লাব। কারণ প্রাক-মৌসুম প্রস্তুতিতে তারা মূল লড়াই শুরুর আগেই এশিয়া সফরে যাবে।
আরটিভি/এসকে