জোটার অকাল মৃত্যুতে রোনালদোর শোক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ০৬:১৯ পিএম


ক্রিশ্চিয়ানো রোনালদো
ছবি: সংগৃহীত

স্পেনের জামোরা প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের ফরওয়ার্ড দিয়েগো জোটা। মাত্র ২৮ বছর বয়সেই থেমে গেল প্রতিভাবান এই ফুটবলারের জীবন। তার এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পুরো ফুটবল বিশ্ব। সাবেক সতীর্থ ও পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো সামাজিকমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোমাধ্যমে দেওয়া এক পোস্টে রোনালদো লিখেছেন, এসবের কোনো মানে হয় না। আমরা একসঙ্গে জাতীয় দলে খেলেছি, সম্প্রতি তুমি বিয়ে করেছো। তোমার পরিবার, তোমার স্ত্রী এবং তোমার সন্তানদের প্রতি আমি সমবেদনা জানাই এবং তাদের জন্য বিশ্বের সমস্ত শক্তি কামনা করি। আমি জানি তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে।

শান্তিতে ঘুমাও, দিয়েগো এবং আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।

বিজ্ঞাপন

সম্প্রতি লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগ জিতে ক্যারিয়ারের অন্যতম সফল মৌসুম পার করেছেন জোটা। ছুটি কাটাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।  

আরও পড়ুন

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় এ-৫২ মহাসড়কে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। গাড়িতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission