বিয়ের ১২ দিনের মাথায় প্রাণ হারালেন লিভারপুলের পর্তুগিজ তারকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ০২:৫৭ পিএম


বিয়ের ১২ দিনের মাথায় প্রাণ হারালেন লিভারপুলের পর্তুগিজ তারকা
ছবি: এএফপি

গত মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ের পিছনে বড় ভূমিকা ছিল দিয়োগো জোটা। এরপরই ৯ জুন স্পেনকে হারিয়ে দেশের হয়ে নেশন্স লিগ জিতেছিলেন। সেই আনন্দের মধ্যেই ২২ জনু প্রেমিকা রুতে কার্দোসোকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বিয়ের ১২ দিনের মাথায় গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন পর্তুগালের ২৮ বছর বয়সী ফুটবলার।

বিজ্ঞাপন

এই ঘটনায় শোকের  ছায়া নেমে এসেছে ফুটবলজগতে। জোটার মৃত্যুর খবর ইংল্যান্ডের ‘স্কাই স্পোর্টস’ ও স্পেনের ‘মার্কা’সহ বেশ কয়েকটি গণমাধ্যম নিশ্চিত করেছে।

আরও পড়ুন

মার্কা জানিয়েছে, বৃহস্পতিবার (৩ জুলাই) স্পেনের সময় রাতে ভাই আন্দ্রেকে নিয়ে নিজেই গাড়ি চালাচ্ছিলেন জোতা। স্থানীয় সময় রাত ১২.৪০ মিনিটের দিকে স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে পৌঁছালে হঠাৎই তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে দ্রুত আগুন ধরে গেলে ভাইসহ নিহত হন জোতা।

২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে ৪৪.৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুলে যোগ দেন। তারপর থেকে তিনি অলরেডসের হয়ে ১৮২ ম্যাচে ৬৫টি গোল ও ২৬টি অ্যাসিস্ট করেছেন। 

বিজ্ঞাপন

Screenshot_2025-07-03_150252

বিজ্ঞাপন

এই সময়ের মধ্যে তিনি ক্লাবটির হয়ে তিনটি শিরোপা জিতেছেন: একটি প্রিমিয়ার লীগ (২০২৪-২৫), একটি এফএ কাপ (২০২১-২২) এবং একটি লীগ কাপ (২০২১-২২)। সবশেষ জাতীয় দলের জার্সিতে নেশন্স লিগ জিতেছিলেন তিনি।

Screenshot_2025-07-03_152635

এরপর গত ২২ জুন দীর্ঘদিনের বান্ধবী রুট কার্ডোসোকে বিয়ে করেছিলেন এই পর্তুগিজ স্ট্রাইকার। তাদের দাম্পত্য জীবনে রয়েছে তিনটি সন্তান। সেই বিয়ের ছবিও এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। কিন্তু ১২ দিনের মাথায় প্রাণ হারালেন তিনি।

আকস্মিক দুর্ঘটনায় প্রিয় খেলোয়াড়ের মৃত্যুতে শোক জানাচ্ছেন ফুটবলভক্তরা। একই ঘটনায় নিহত ভাই আন্দ্রে জোতার চেয়ে মাত্র দুই বছরের ছোট, তিনিও পর্তুগালের সেকেন্ড ডিভিশনের ক্লাবে খেলতেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission