প্রথম ওয়ানডে

পাঁচ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বুধবার, ০২ জুলাই ২০২৫ , ০২:১৬ পিএম


সাকিব ও তাসকিনের আঘাতে উড়ন্ত শুরু বাংলাদেশের
শ্রীলঙ্কা ও বাংলাদেশের প্রথম ওয়ানডে। ছবি: এএফপি

 

বিজ্ঞাপন

 

  1. পাঁচ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ 

    বাংলাদেশ: ১৮ ওভার ১০২/৫

     
    লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ২৯ রানের মাথায় ব্যক্তিগত ১৩ রান করে ফার্নান্দোর বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেন ইমন। এরপর দলের হাল ধরেন তানজিদ হাসান। তিনি ৫১ বল খেলে ফিফটি তুলে নেন। সেই সাথে ১উইকেট হারিয়ে দলীয় শতরান পূরণ করে বাংলাদেশ।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০২ রান। তানজিদ হাসান ৬২ ও লিটন দাশ ০ রানে আউট হয়েছেন।

  2. তানজিদ হাসানের ফিফটি, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

    বাংলাদেশ: ১৬ ওভার ৯৬/১
     
    লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ২৯ রানের মাথায় ব্যক্তিগত ১৩ রান করে ফার্নান্দোর বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেন ইমন। এরপর দলের হাল ধরেন তানজিদ হাসান। তিনি ৫১ বল খেলে ফিফটি তুলে নেন।   

  3. শুরুতেই উইকেট হারালো বাংলাদেশ

    বাংলাদেশ: ৬ ওভার ৩৯/১

    লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে শুরুতেই হোঁচট খেলো বাংলাদেশ। দলীয় ২৯ রানের মাথায় ব্যক্তিগত ১৩ রান করে ফার্নান্দোর বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেন ইমন। 

  4. ২৪৪ রানে থেমে গেলো শ্রীলঙ্কা

    দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের আগুনঝরা বোলিংয়ে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে অভিজ্ঞ কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কা কিছুটা প্রতিরোধ গড়েন। বিশেষ করে আসালঙ্কা দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন।টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৪ রান করেছে শ্রীলঙ্কা।

  5. আসালাঙ্কার ব্যাটে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা

    শ্রীলঙ্কা: ৪৩ ওভার ২১৩/৬

    টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। এরপর ছোট ছোট জুটি গড়ে বড় রানের দিকে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা। ব্যাট হাতে দলকে এগিয়ে নিচ্ছেন আসালাঙ্কা। তিনি ১০৫ বল খেলে ৮৬ রান করেছেন।

  6. তানভীরের অভিষেক উইকেট

    শ্রীলঙ্কা: ২০ ওভার ৯৪/৪।

    এদিন পিচে আসার পর থেকে ব্যাট চালিয়ে রান তুলছিলেন কুশল মেন্ডিস। ফিফটির কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে তানভীরের অভিষেক উইকেটে সাজঘরে ফেরেন তিনি। তার আগে ৪৩ বলে ৪৫ রান করেন এই ডান হাতি ব্যাটার।

  7. ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে লঙ্কানরা

    শ্রীলঙ্কা: ১৫ ওভার ৬৯/৩।

    মাত্র ২৯ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খেয়েছিল স্বাগতিকরা। তবে কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কার দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে লঙ্কানরা।

  8. পাওয়ার প্লেতে লঙ্কানদের ফিফটি

    শ্রীলঙ্কা: ১০ ওভারে ৫০/৩।

    আগে ব্যাট করতে নেমে ৫ রানে ২ উইকেট ও ২৯ রানে ৩ উইকেট হারালেও দ্রুত রান তুলছেন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৫০ রান তুলেছে লঙ্কানরা।

  9. তাসকিনের জোড়া আঘাতে কামিন্দুর ডাক

    শ্রীলঙ্কা: ৭ ওভারে ২৯/৩।

    চতুর্থ ওভারে নিশান মাদুশকাকে বোল্ড করার পর সপ্তম ওভারে আবারও বোলিংয়ে আসেন তাসকিন। এবার কামিন্দু মেন্ডিসকে ডাক আউট করেন এই টাইগার পেসার।

  10. উড়ন্ত শুরু বাংলাদেশের

    টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। তৃতীয় ওভারেই পাথুম নিশাঙ্কাকে সাজঘরে ফেরান তানজিম সাকিব। পরের ওভারে নিশান মাদুশকাকে বোল্ড করে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন তাসকিন। এতে ৫ রানের ২ উইকেট হারায় স্বাগতিকরা।

    Screenshot_2025-07-02_153943

  11. ইমন ও তানভীরের অভিষেক

    সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কার স্বরূপ ওয়ানডে দলের একাদশে সুযোগ পেয়েছেন ইমন। এ ছাড়াও ওয়ানডে অভিষেক করেছেন স্পিনার তানভীর ইসলামও।

  12. একাদশ

    বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

    শ্রীলঙ্কা: নিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ থিকশানা, ইশান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো।

  13. টস

    তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

  14. আরটিভি অনলাইনে স্বাগতম

    শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বিকেল ৩টায় শুরু হবে খেলাটি। এই ম্যাচটি লাইভ সম্প্রচার দেখতে পাবেন আরটিভি অনলাইনের ওয়েবসাইট।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission