মোস্তাফিজকে থামাতে কঠিন পরিকল্পনা শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ০৮:২৯ পিএম


মোস্তাফিজকে থামাতে কঠিন পরিকল্পনা শ্রীলঙ্কার
ছবি: এএফপি

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে নামবেন মোস্তাফিজুর রহমান। এর আগে আইপিএলের দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। তাই মোস্তাজিককে থামাতে পরিষ্কার প্লান করেই মাঠে নামবে লঙ্কানরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই কথা জানান লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

তিনি বলেন, মোস্তাফিজ একজন গ্রেট বোলার। সে অতীতে নিজেকে প্রমাণ করেছে, বাংলাদেশের হয়ে অনেক উইকেট নিয়েছে। আমাদের তাকে নিয়ে পরিষ্কার প্ল্যান আছে। কারণ, আমরা জানি সে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ম্যাচের উইকেট প্রসঙ্গে লঙ্কান অধিনায়ক বলেন, আমার মনে হয় প্রেমাদাসা সাধারণত স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে। আমি ভালো ট্র্যাকে এখানে খেলতে চাই, স্পিন ফ্রেন্ডলি ট্র্যাকে নয়। আশা করছি ব্যাটারদের জন্য ভালো উইকেট থাকবে। তবে আমি (উইকেট কেমন হবে তা এখনও) জানি না, কালকের দিকে তাকিয়ে আছি।

বিজ্ঞাপন

গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। অনেকেই দুই দেশকে রাইভাল বললেও লঙ্কান অধিনায়কের মতে তারা ভালো বন্ধু।

বিজ্ঞাপন

আসালাঙ্কার ভাষ্য,  অবশ্যই এক্সাইটিং সিরিজ আশা করছি। আমরা বেশ ভালো বন্ধু। খেলার মধ্যে রাইভালরি মনে হয় আরকি। এটাই সবাই আশা করে। এমন উত্তাপ, এমন লড়াই; এমন ম্যাচ এগুলো দর্শকরা প্রত্যাশা করে। দিনশেষে আমরা ভালো বন্ধু।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission