আমি সৌদিতে দারুণ সময় কাটাচ্ছি, আজীবন সৌদিতেই থাকতে চাই : রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ০৪:০৯ পিএম


ক্রিশ্চিয়ানো রোনালদো
ছবি: সংগৃহীত

বিভিন্ন সময় গুঞ্জন উঠেছিল যুক্তরাষ্ট্র, ইউরোপ বা লাতিন আমেরিকার কোনো ক্লাবে পাড়ি জমাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে পর্তুগিজ মহাতারকা জানালেন, সৌদি আরবই এখন তার স্থায়ী ঠিকানা। আল নাসরের সঙ্গে চুক্তি আরও দুই বছর বাড়ানোর পাশাপাশি রোনালদোর ইচ্ছা—আজীবন সৌদিতেই থাকা।

বিজ্ঞাপন

আল নাসর ক্লাবের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, আমি সৌদিতে দারুণ সময় কাটাচ্ছি। পরিবার, সংস্কৃতি, ফুটবল—সবকিছুই উপভোগ করছি। আমি চাই জীবনটা এখানেই শেষ করতে।

তিনি আরও জানান, সৌদি প্রো-লিগের মান ও প্রতিযোগিতা আগের চেয়ে অনেক বেড়েছে এবং তার লক্ষ্য শুধু ব্যক্তিগত নয়, ক্লাব ও দেশের ফুটবলেও অবদান রাখা।

বিজ্ঞাপন

রোনালদোর এমন ঘোষণায় আল নাসর ভক্তদের পাশাপাশি সৌদি ফুটবলপ্রেমীরাও বেশ উচ্ছ্বসিত। সৌদি আরবকে শান্তির দেশ হিসেবে বর্ণনা করে রোনালদো বলেন, এটি এমন একটি দেশ, যেখানে আমি ও আমার পরিবার নিজেদের বাড়ির মতো অনুভব করি। 

সিআর সেভেন আরও যোগ করেন, আমার পরিবার সবসময় আমার সিদ্ধান্তের পাশে থাকে, সম্মান করে। আমরা সৌদি আরবে খুবই সুখে আছি। মানুষ আমাদের অনেক ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। এ কারণেই আমরা আমাদের জীবন এখানেই কাটাতে চাই।

অন্য ক্লাবের প্রস্তাব নিয়ে রোনালদো বলেন, ক্লাব বিশ্বকাপ খেলার জন্য কয়েকটা ক্লাব থেকে প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু সাড়া দেইনি। আমার বিশ্রাম প্রয়োজন, কঠোর অনুশীলন দরকার। এই মৌসুম শেষেই ফিফা বিশ্বকাপ রয়েছে। লম্বা একটা মৌসুম। নিজেকে প্রস্তুত রাখতে চাই।

বিজ্ঞাপন

নিজের স্বপ্নটাও বড় রাখছেন। ভিডিও বার্তায় রোনালদো বলেন, শুধু আল-নাসর নয়, জাতীয় দলের জন্যও প্রস্তুত হতে চাই।

বিজ্ঞাপন

আল-নাসরে যোগ দেওয়ার পর রোনালদো বলেন, পুরোনো স্বপ্ন নতুন মোড়কে দেখছেন। এখন পর্যন্ত সৌদিতে তেমন কিছু জিততে পারেনি। সেই আক্ষেপও ঘোচাতে চাই। নতুন টার্মে, সবশেষ মৌসুমের পারফরম্যান্সে মোটেও খুশি নই। তবে, অতীত ভুলে যেতে চাই। এই ক্লাব এবং ভক্তদের ওপর আস্থা রাখতে চাই। এবারের মৌসুম আমাদের জন্য সেরা হবে। এখনও বিশ্বাস করি, সৌদি আরবে আমি চ্যাম্পিয়ন হব। সেই জন্য এখানে থাকছি।

আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৫ ম্যাচ খেলে ৯৩টি গোল করেছেন। এখন পর্যন্ত লিগ শিরোপা অধরা আছে সিআর সেভেনের।

আরও পড়ুন

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোনালদোর দৈনিক বেতন হবে প্রায় ১৩ কোটি টাকা। তবে এবার নতুন শুরুতে বড় প্রতিশ্রুতি দিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি। সৌদি লিগে আল নাসরকে সেরা ক্লাব বানাতে চান রোনালদো। 

আরটিভি/এসকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission